#বেলুড়: চৈতন্যদেবের জন্মতিথিতে রঙের উৎসব বেলুড় মঠে। খোল-করতাল-কীর্তন। প্রভাতফেরিতে বর্ণাঢ্য বসন্তোৎসব। দিনভর বিশেষ পুজো, নানা অনুষ্ঠান। আবির খেলায় মাতলেন মহারাজ, সন্ন্যাসীরা। ভিড় জমালেন অগণিত ভক্ত ৷
বসন্তের রঙ লেগেছে বেলুড়মঠেও। চৈতন্যদেবের জন্মতিথিতে জমজমাট মঠ। রঙে-কীর্তনে এক অন্য বসন্তবরণ। দিনের শুরু প্রভাতফেরি দিয়ে। খোল-করতালের বোলে কীর্তনের সুরে ফাগুন হাওয়ায় রং লাগল মঠ চত্ত্বরে।
করোনা আতঙ্কে সতর্কতা ছিল। শুধুমাত্র ভেষজ আবির ব্যবহারের নিদান-ও ছিল। আবিরে আবিরে ছড়াল সম্প্রীতির বার্তা। আবির রঙে নিজেদের রাঙালেন সন্ন্যাসীরা।
দিনভর বিশেষ পুজার্চনা। সন্ধ্যারতির পর চৈতন্যদেবের বিশেষ পুজো মূল মন্দিরে। খিচুড়িভোগে অতিথি অপ্যায়নের ব্যবস্থা। বেলুড়ের রঙে রঙ মেলাতে সকাল থেকেই ভক্তদের ভিড়।
বেলুড় মানেই এক অন্য আবেগ। ফাগের রাগে এবছর চৈতন্যদেবের জন্মতিথি আরও একটু রঙিন হয়ে উঠল।