Holi 2024: কলকাতার ঢঙে শহর বসিরহাটে বসন্ত উৎসবে কনসার্ট!

Last Updated:

বাংলা ব্যান্ড ও বাংলা মিউজিকে আরও একবার প্রাণ সঞ্চার ঘটল তার গানের কথায় আর যেখানে বসন্ত উৎসবের নাম দেওয়া হয়েছে প্রাণের বসন্ত উৎসব।

+
বসিরহাটে

বসিরহাটে বসন্ত উৎসবে কনসার্ট 

বসিরহাট: কলকাতার ঢঙে শহর বসিরহাটে বসন্ত উৎসবে কনসার্ট। কলকাতার রং এবং কলকাতার ঢং-এ মহানগরের পর ছোট ছোট শহরগুলিও একইভাবে দোল উপলক্ষ্যে মেতে উঠছে। দুর্গাপূজার মতই মহানগর কলকাতার পাশাপাশি ছোট শহর গুলিতেও দুর্গাপুজো বিভিন্ন থিমের দেখা মিলছে একইভাবে এই ছোঁয়া দেখা গেল রঙের উৎসবেও।
আরও পড়ুনঃ চকচক করবে নতুনের মতো! পুরনো সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করুন ৩ সহজ উপায়ে
মিউজিক কনসার্ট এর মধ্য দিয়ে বসন্ত উৎসব আয়োজিত হলো বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত বসন্ত উৎসবে। বাংলা ব্যান্ড ও বাংলা মিউজিকে আরও একবার প্রাণ সঞ্চার ঘটল তার গানের কথায় আর যেখানে বসন্ত উৎসবের নাম দেওয়া হয়েছে প্রাণের বসন্ত উৎসব। উৎসবের আয়োজক ভাস্কর মিত্র পল্টু দাস জানাচ্ছেন বসিরহাট শহরে মহানগর কলকাতা শান্তিনিকেতনের উভয় রূপকে যৌথভাবে একই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে বসিরহাট শহরবাবাসীকে উপহার দেওয়া হল।
advertisement
advertisement
আর এই বসন্ত উৎসবে রাতভর নাচ গান হইহুল্লোড়ো রঙের ছোঁয়ায় একে অপরকে রাঙিয়ে দিল। গায়ক স্নিগ্ধজিৎ-এর সুরেলা কন্ঠে কন্ঠ মিলিয়ে বসন্তকে যেন বরণ করে নিল এযেন রঙের চাকচিক্যে মহানগর কলকাতার রূপ পেল।
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2024: কলকাতার ঢঙে শহর বসিরহাটে বসন্ত উৎসবে কনসার্ট!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement