Bankura News: মুখ হাঁ করলেই ধরা পড়ে এইচআইভি এবং ব্লাড ক্যানসার! ছাত্রীদের পরীক্ষা করতে এসে কী বললেন ডাক্তার
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
HIV-র প্রথম উপসর্গও ফুটে ওঠে মানুষের মুখের ভিতরেই। এছাড়াও লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের প্রথম লক্ষণও ধরা পড়ে মুখের মধ্যে। বাঁকুড়ার নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে ডেন্টাল চেকাপ করতে এসে এমন কথাই বললেন দন্ত চিকিৎসক ডঃ প্রিয়দর্শী সেনগুপ্ত।
বাঁকুড়া: মানুষের মুখগহ্বরেই প্রতিফলিত হয় স্বাস্থ্যের লক্ষণ। দাঁত, মাড়ি এবং মুখগহ্বরের স্বাস্থ্য যত ভাল, ততই ভাল থাকবে শরীর এবং মন। এডস অর্থাৎ HIV-র প্রথম উপসর্গও ফুটে ওঠে মানুষের মুখের ভিতরেই। এছাড়াও লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের প্রথম লক্ষণও ধরা পড়ে মুখের মধ্যে। বাঁকুড়ার নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে ডেন্টাল চেকাপ করতে এসে এমন কথাই বললেন দন্ত চিকিৎসক ডঃ প্রিয়দর্শী সেনগুপ্ত।
ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখার পক্ষ থেকে ডঃ প্রিয়দর্শী সেনগুপ্ত এবং ডঃ শৌভিক সাঁতরা ছাত্রীদের দাঁত এবং মুখবিবর পরীক্ষা করেন। সুস্বাস্থ্য বজায় রাখার উপদেশও দেন ছাত্রীদের।
ডঃ সেনগুপ্ত বলেন, “প্রাথমিক পর্যায়ে দাঁত এবং মুখের রোগ ধরা পড়লে সহজেই চিকিৎসার মাধ্যমে সেরে যায়। তবে একটি ছোট সমস্যা কম বয়স থেকে দীর্ঘ দিন ধরে বেড়ে বেড়ে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যেতে পারে। এছাড়াও দাঁত এবং মুখগহ্বরকে মানুষের স্বাস্থ্যের সর্বপ্রথম আয়না বলে মনে করেন তিনি।
advertisement
advertisement
চিকিৎসক বলেন, “মুখের সঙ্গে সারা শরীরের সরাসরি যোগ আছে। এইচআইভি হলে তার প্রথম উপসর্গ ধরা পড়ে মুখের মধ্যেই। ব্লাড ক্যানসার হলেও তাই। এছাড়াও মাড়িতে যাঁদের সমস্যা রয়েছে তাঁদের বয়সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।” তাঁর মতে, প্রতি ছ’মাস অন্তর একজন দন্ত চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া জীবনবিমার মতোই নিরাপত্তা দেয়। ডঃ প্রিয়দর্শী সেনগুপ্ত আরও বলেন, ”
advertisement
ভারতীয় উপমহাদেশে বাচ্চাদের মধ্যে দাঁতের সমস্যাগুলির উল্লেখযোগ্য হল ক্যাভিটি বা ক্যারিস। দাঁত ক্ষয় হয়ে গিয়ে এনামেল নষ্ট হয়ে যায়, তৈরি হয় গর্ত। রক্তপাত, যন্ত্রণা এবং ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বাচ্চাদের পরীক্ষা করিয়ে সেই গর্ত চিকিৎসকের দ্বারা সারিয়ে না তুললে পরবর্তীকালে সমস্যা বেড়ে যেতে পারে। সামান্য ক্যাভিটি থেকে হতে পারে বড় রোগ, এমনটাই বললেন দন্ত চিকিৎসক ডঃ সৌভিক সাঁতরা।
advertisement
নাম আচুড়িস্বস্তিক গার্লস হাই স্কুলের ইংরেজি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং অ্যাক্টিং হেডমিস্ট্রেস নন্দিতা সরকার জানান, স্কুলে প্রায় ১৫০ জন ছাত্রীর বিনামূল্যে দাঁত পরীক্ষা করা হবে। এই উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখাকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2024 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মুখ হাঁ করলেই ধরা পড়ে এইচআইভি এবং ব্লাড ক্যানসার! ছাত্রীদের পরীক্ষা করতে এসে কী বললেন ডাক্তার