কানে হেডফোন, শুনতে পায়নি ট্রেনের আওয়াজ, ট্রেনের ধাক্কায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর
- Published by:Rukmini Mazumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
#বর্ধমান: ফের কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটার ফলে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। রেল পুলিশ জানিয়েছে, এ'ব্যাপারে বার বার যাত্রীদের সচেতন করা হয়। কখনও ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে, কখনও কানে হেড ফোন থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। এবারও একই ঘটনা ঘটল ছাত্রীর সঙ্গে।
কানে হেড ফোন লাগিয়ে লাইনের ধার দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একাদশ শ্রেণির এক ছাত্রীর। মৃতার নাম সুচরিতা ঢক (১৮)। বাড়ি কালনা আনুখাল পঞ্চায়েতের বালিয়া গ্রামে। সুচরিতা হুগলি জেলার বলাগড় থানার সোমরাবাজার এলাকায় দিদির বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়ির ফেরার জন্য ট্রেন ধরবে বলে রেল লাইনের ধার দিয়ে হেঁটে স্টেশনে যাচ্ছিল। সেই সময় তাঁর কানে হেড ফোন লাগানো ছিল। ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস মোবাইল ও হেড ফোনটি পরিবারের হাতে তুলে দেয়।
advertisement
advertisement
ব্যান্ডেল-কাটোয়া রেলপথের সোমড়াবাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সুচরিতার বাবা সুজন ঢক পেশায় কৃষক। সুচরিতা আনুখাল উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। মৃতার কাকা বিমল ঢক জানান, সোমড়াবাজারের মুড়াগড় এলাকায় সুচরিতার দিদির বাড়ি। সেখানে ও গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে কানে হেডফোন লাগিয়ে লাইন ধরে হেঁটে সোমড়াবাজার স্টেশনের দিকে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
বুধবার সন্ধ্যায় কালনা স্টেশনের রেলপুলিশ সুচরিতার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তখনও তাঁর নাম বা পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয় সুচতরিতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কানে হেডফোন, শুনতে পায়নি ট্রেনের আওয়াজ, ট্রেনের ধাক্কায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর