দামোদরে মিলল প্রাচীন নৌকা ও নোঙর

Last Updated:

চাঁদ সদাগরে স্মৃতি বিজড়িত বর্ধমানের কসবা চম্পাই নগরে ইতিহাসের নিদর্শন মিলতে শুরু করেছে ।

#বর্ধমান:  চাঁদ সদাগরে স্মৃতি বিজড়িত বর্ধমানের কসবা চম্পাই নগরে ইতিহাসের নিদর্শন মিলতে শুরু করেছে । কিছুটা জল কমতেই দামোদরে দেখা মিলল প্রাচীন একটি নৌকা । প্রায় ১০০ ফুট লম্বা নৌকাটি নদীর বালিতে চাপা পড়ে রয়েছে । এই নৌকার পাশ থেকে উদ্ধার হয়েছে একটি প্রাচীন নোঙর । ঘটনাটিকে কেন্দ্র  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে যান দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা, গলসি ১ নম্বর ব্লকের বিডিও তারকনাথ দাস ও গলসির বিধায়ক অলোক কুমার মাঝি । প্রাচীন ওই নৌকাটি সংরক্ষনের দাবি জানিয়েছে এলাকাবাসীরা ।
উল্লেখ্য, গত একমাস প্রবল বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠেছিল দামোদর নদ । জলের স্রোতে ভাঙতে থাকে নদীর পাড় । দামোদরের গ্রাসে কসবা মানাচরে বেশ কয়ের বিঘা চাষ জমি চলে যায় নদী গহ্বরে । সম্প্রতি জলস্রোত কমতেই দমোদরের পারে উত্তর পলশড়া এলাকায় নদীগর্ভে দেখা মেলে প্রাচীন এই নৌকাটির । প্রায় ১০০ ফুট লম্বা এবং প্রায় ৪০ ফুট চওড়া । বালি চাপা ওই নৌকার উপরের দিকের কাঠ নজরে পড়ে গ্রামবাসীদের । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০ কেজি ওজনের একটি প্রাচীন নোঙর ।
advertisement
ভুপৃষ্ঠের উপরিভাগ থেকে প্রায় ৩০ ফুট নীচে চাপা পড়ে রয়েছে নৌকাটি । এক সময় নদীর ওই পাড়ে জনবসতি ছিল । বাঁকুড়া জেলার সোনামুখির নবাসন পঞ্চায়েতের অন্তর্গত পলশড়া গ্রাম । কিন্তু নদী ভাঙ্গনের ফলে সেখান থেকে বাসিন্দারা অন্যত্র সরে যায় । প্রসঙ্গত দামোদর নদ থেকে প্রায় ৫০০ মিটার দুরে কসবা চম্পাই নগরে আছে একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিব মন্দির । যা এলাকায় চাঁদ সদাগরের শিবমন্দির নামে পরিচিত । প্রায় ১০ ফুট লম্বা বিশাল শিব লিঙ্গ রয়েছে মন্দিরে । শিবমন্দির থেকে কিছুটা দূরে সতীতীর্থ । সেখানে বেহুলা ও লক্ষীন্দরের মন্দির ।
advertisement
advertisement
কথিত আছে, সেখানে বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘর তৈরী করা হয়েছিল । শিবরাত্রির দিন সধবা মহিলারা স্বামীর মঙ্গল কামনায় আলতা সিঁদুর দেয় এখানে । এছাড়াও রয়েছে স্বরস্বতী মন্দির ও প্রাচীন বেশ কিছু ঘরবাড়ীও । যদিও এখনও পর্যন্ত এই এলাকটি চাঁদ সওদাগরের চম্পক নগর বলে সরকারি স্বীকৃতি মেলেনি । চাঁদ সওদাগ যে এখানেই থাকতেন তা নিয়ে দ্বিমত রয়েছে । কারন কেউ বলেন অসমের কামরুপে, আবার কেউ বলেন বাংলাদেশের বহুলায় চাঁদ সদাগরের রাজবাড়ী । তবে অতীতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বহুবার বর্ধমান জেলার বুদবুদের কসবা চম্পাই নগর এলাকা পরিদর্শন করেছেন । নানান নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন পুরাতত্ত্ব ও ভু-বিজ্ঞানীরা । এখনও চাঁদ সদাগরের রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী শিব মন্দিরে শিবরাত্রীর দিন পুজো হয় । মেলাও বসে দর্শনার্থীদের ঢল নামে ঐ সময়ে । তাছাড়াও ছয়ের দশকে স্বদেশ বড়ুয়া নামে এক লেখক তার রচনাদীপ গ্রন্থে কসবা চম্পাই নগরেকে চাঁদ সদাগরের চম্পক নগর বলে উল্লেখ করেছেন ।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "কয়েক হাজার বছর আগে এখান দিয়ে গাঙ্গুর নদী ছিল । এবং চাঁদ সদাগর ওই নদী দিয়ে ব্যবসা-বানিজ্য করতে যেতেন" । তারা জানান, "মাটির যতটা গভীরে রয়েছে নৌকাটি তা দেখে মনে হচ্ছে ওই সময়কার চাঁদ সদাগরের সপ্ত ডিঙ্গার একটি" । আবার ওই নৌকাটি দ্বারকানাথ ঠাকুরের আমলের বলে মনে করছেন কেউ কেউ । কারন ওই সময় দামোদর দিয়ে রানীগঞ্জের নারায়নকুড়ি কয়লা খনি থেকে কয়লা নিয়ে যেত কলকাতায় ।
advertisement
তবে এলাকার বাসিন্দারা দাবি করেন, প্রাচীন ওই নৌকাটি উদ্ধার করে সংরক্ষন করা হোক । এবং কসবা চম্পাই নগরকে চাঁদ সদাগরের চম্পক নগরের সরকারি স্বীকৃতি দেওয়া হোক । সম্প্রতি দামোদরের রনডিহা জলাধার, ভরতপুরের বৌদ্ধস্তুপ ও কসবা চম্পাই নগরের শিব মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্য বর্ধমান জেলা প্রশাসন গোটা এলাকাটি পরিদর্শন করেছেন । ২ নম্বর জাতীয় সড়কের বুদবুদের তিলডাঙ মোড় থেকে পানাগড় রেল গেট পর্যন্ত প্রায় ৩৫ কিমি রাস্তা সম্প্রসারনের মাপজোক হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দামোদরে মিলল প্রাচীন নৌকা ও নোঙর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement