Alipore Zoo: সঙ্গিনী আর নেই, প্রবল ঠান্ডাতেও টানা ১২ দিন জলে ডুব জলহস্তীর! চাঞ্চল্য আলিপুর চিড়িয়াখানায়
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Alipore Zoo: সঙ্গিনীকে হারিয়ে প্রবল ঠান্ডাতেও জল থেকে উঠছে না বিষণ্ণ জলহস্তী! এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়। হাড়কাঁপানো ঠান্ডাতেও স্বেচ্ছায় জলবন্দী ১২ দিন।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সঙ্গিনীকে হারিয়ে প্রবল ঠান্ডাতেও জল থেকে উঠছে না বিষণ্ণ জলহস্তী! এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়। হাড়কাঁপানো ঠান্ডাতেও স্বেচ্ছায় জলবন্দী ১২ দিন।
এই জলহস্তীকে নিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার কী রোগ হয়েছে, কোন মনখারাপের জেরে তার এই স্বেচ্ছা ‘জলবন্দি জীবনযাপন’ তা ভেবে কূল পাচ্ছেন না চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-২০২৬ সালে কাঁপবে দুনিয়া…! উঠবে বিরাট ঝড়,’ভাগ্যবান’ ৫ রাশির পোয়া বারো, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন
জানা গিয়েছে এই জলহস্তীটি পুরুষ জলহস্তী। খাবারও খাচ্ছে না ঠিকমত। বড়দিনের আগে থেকেই এমন অদ্ভুত আচরণ করছে সে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ওডিশার নন্দন কানন থেকে এই জলহস্তী ও তার সঙ্গীকে আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। আলিপুরে আসার কিছুদিনের মধ্যেই স্ত্রী জলহস্তী মারা যায়। সঙ্গিনীকে হারিয়ে একা হয়ে পড়ে সে।
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘তুলকালাম’…! সূর্য-মঙ্গল-বুধ-শুক্র চার গ্রহের গোচরে বিরল সংযোগ, চতুর্গ্রহী যোগে ৩ রাশি ‘কোটিপতি’, কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা
এদিকে স্নায়ুজনিত সমস্যায় পা দুর্বল হয়ে গেলে তার জল থেকে ওঠার ক্ষমতা চলে গিয়ে থাকতে পারে। কারণ প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন দু’টনেরও বেশি। স্নায়ুর সমস্যা হলে সেই শরীর জল থেকে নিজের মতো করে টেনে তোলা কঠিন।
advertisement
এই ঘটনার জেরে বেশ উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শারীরিক অসুস্থতা নাকি সঙ্গিনীকে হারানোর শোক, তা বুঝে উঠতে পারছেন না পশু চিকিৎসকরাও। চিড়িয়াখানার জলহস্তীরা সাধারণত সারাদিন জলাশয়ে কাটিয়ে সন্ধে নামার আগে নাইট শেল্টার ফিরে যায়। কিন্তু গত ১২ দিন ধরে এই জলহস্তী ডাঙায় উঠছে না শত চেষ্টাতেও। এখন দেখার কি হয় সেখানে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাবারের লোভ দেখাচ্ছে, যে কোনও উপায়ে তাকে ডাঙায় তোলার চেষ্টা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo: সঙ্গিনী আর নেই, প্রবল ঠান্ডাতেও টানা ১২ দিন জলে ডুব জলহস্তীর! চাঞ্চল্য আলিপুর চিড়িয়াখানায়








