Hilsa Price: দুঃসংবাদ! এখনই দাম কমছে না ইলিশের, কেন? জানালেন ব্যবসায়ীরা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে না বাজারে, দাবি ব্যবসায়ীদের। মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা মিললেও বাজারে দামে আগুন দাম ইলিশের। শনিবার ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার আড়তের ব্যবসায়ীরা জানান,মরশুমে মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। জালে যে ইলিশ মাছ পড়ছে তা আকারে অনেকটা ছোট।
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: বর্ষা এল অনেকটাই দেরিতে। বাঙালির পাতে ইলিশ পড়তেও তাই এতটাই দেরি হচ্ছে! তার উপর যা ইলিশ উঠছে মোহনায় তাতে ভরছে না বাজার। চাহিদা যে বিপুল! সে তুলনায় মাছের জোগান অনেকটাই কম। ফলে দাম বাড়ছে সদ্য ওঠা ইলিশের। ডায়মন্ড হারবারে ইলিশের দামেও ছ্যাঁকা!
পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে না বাজারে, দাবি ব্যবসায়ীদের। মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা মিললেও বাজারে দামে আগুন দাম ইলিশের। শনিবার ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার আড়তের ব্যবসায়ীরা জানান,মরশুমে মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। জালে যে ইলিশ মাছ পড়ছে তা আকারে অনেকটা ছোট।
পর্যাপ্ত পরিমাণে ইলিশ বাজারে না আসাতে ইলিশের দামে ছ্যাঁকা। ডায়মন্ড হারবারে ইলিশের বর্তমান দাম প্রতি কেজি ১,৭০০ টাকা। ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, “মরসুমে এখনও পর্যন্ত ১০০ টনের মত ইলিশ বাজারে এসেছে। তবে আশানুরূপ বড় সাইজের ইলিশ জালে পড়ছে না। ফলে ইলিশের আমদানি কম থাকায় ইলিশের দামে ছ্যাঁকা।”
advertisement
advertisement
ব্যবসায়ীরা জানান, ৬০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১২০০ টাকা প্রতি কেজি। তবে মৎস্যজীবীদের জালে যদি পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা দেয় তবেই কমতে পারে ইলিশের দাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 4:40 PM IST