Hilsa Price: দুঃসংবাদ! এখনই দাম কমছে না ইলিশের, কেন? জানালেন ব্যবসায়ীরা

Last Updated:

পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে না বাজারে, দাবি ব্যবসায়ীদের। মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা মিললেও বাজারে দামে আগুন দাম ইলিশের। শনিবার ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার আড়তের ব্যবসায়ীরা জানান,মরশুমে মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। জালে যে ইলিশ মাছ পড়ছে তা আকারে অনেকটা ছোট।

দাম বাড়ছে সদ্য ওঠা ইলিশের
দাম বাড়ছে সদ্য ওঠা ইলিশের
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: বর্ষা এল অনেকটাই দেরিতে। বাঙালির পাতে ইলিশ পড়তেও তাই এতটাই দেরি হচ্ছে! তার উপর যা ইলিশ উঠছে মোহনায় তাতে ভরছে না বাজার। চাহিদা যে বিপুল! সে তুলনায় মাছের জোগান অনেকটাই কম। ফলে দাম বাড়ছে সদ্য ওঠা ইলিশের। ডায়মন্ড হারবারে ইলিশের দামেও ছ্যাঁকা!
পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে না বাজারে, দাবি ব্যবসায়ীদের। মৎস্যজীবীদের জালে ইলিশের দেখা মিললেও বাজারে দামে আগুন দাম ইলিশের। শনিবার ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার আড়তের ব্যবসায়ীরা জানান,মরশুমে মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। জালে যে ইলিশ মাছ পড়ছে তা আকারে অনেকটা ছোট।
পর্যাপ্ত পরিমাণে ইলিশ বাজারে না আসাতে ইলিশের দামে ছ্যাঁকা। ডায়মন্ড হারবারে ইলিশের বর্তমান দাম প্রতি কেজি ১,৭০০ টাকা। ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন, “মরসুমে এখনও পর্যন্ত ১০০ টনের মত ইলিশ বাজারে এসেছে। তবে আশানুরূপ বড় সাইজের ইলিশ জালে পড়ছে না। ফলে ইলিশের আমদানি কম থাকায় ইলিশের দামে ছ্যাঁকা।”
advertisement
advertisement
ব্যবসায়ীরা জানান, ৬০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১২০০ টাকা প্রতি কেজি। তবে মৎস্যজীবীদের জালে যদি পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা দেয় তবেই কমতে পারে ইলিশের দাম।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Price: দুঃসংবাদ! এখনই দাম কমছে না ইলিশের, কেন? জানালেন ব্যবসায়ীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement