Hilsa Fish Price: হু-হু করে বাড়তে চলেছে ইলিশের দাম! বাজারে পাওয়া যাবে তো ইলিশ? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Hilsa Fish Price: কয়েক দিনের মধ্যেই বাজারে দাম বাড়বে ইলিশের! জানুন বিশেষ তথ্য
কাকদ্বীপ: খারাপ আবহাওয়ার জেরে সমুদ্র থেকে ইলিশ ছাড়া ফিরছে ট্রলার। আর যার জেরে বড়সড় প্রভাব পড়তে পারে ইলিশের দামে। ইলিশ না পাওয়ায় বাধ্য হয়ে অন্য মাছ নিয়ে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের।জালে অন্য মাছ পড়লেও, তা খুবই কম পরিমানে পড়ছে। তার উপর নদী ও সমুদ্রে জলের উত্তাল অবস্থা বাড়ছে ক্রমশ। এই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এক মৎস্যজীবী সমুদ্রে তলিয়ে যায়।যার খোঁজ এখনও পাওয়া যায়নি।
বাধ্য হয়ে ভয় বুকে নিয়ে ফিশিং হারবারগুলির দিকে ফিরতে শুরু করেছে ট্রলারগুলি। কয়েকদিনের মধ্যে সব ট্রলার ফিরে আসবে ঘাটে। এমন কথা জানিয়েছেন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীরা তাড়াহুড়ো করতে ফিরতে শুরু করেছেন।তবে সমুদ্রে এখনও পর্যাপ্ত ইলিশ আছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। কিন্তু সেই মাছ ধরা সম্ভব হচ্ছে না।
advertisement
advertisement
এভাবে মরশুমের মাঝখানের খালি হাতে ফিরতে হবে তা ভাবতে পারছেন না কেউই। এক একটি ট্রলার সমুদ্রে পাঠাতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা করে খরচ হয়। সেই টাকা না উঠলে আগামীদিনে ট্রলার সমুদ্রে আবার পাঠাবে কিনা তার চিন্তা করছেন ট্রলার মালিকরা। এই অবস্থা চলতে থাকলে ইলিশের দাম যে বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Fish Price: হু-হু করে বাড়তে চলেছে ইলিশের দাম! বাজারে পাওয়া যাবে তো ইলিশ? জানুন
