High Tide: ষাঁড়াষাঁড়ির কোটাল! ভয়াবহ বিপদের আশঙ্কা! নদী-সমুদ্রের জলস্তর বাড়ছে হু-হু করে!

Last Updated:

High Tide: ষাঁড়াষাঁড়ির কোটালের জেরে নদী ও সমুদ্রে। ৬.২ মিটার অর্থাৎ প্রায় ২০ ফুট উচ্চতায় জল বাড়তে পারে। সতর্কতা জারি করা হয়েছে সমস্ত জায়গায়।

+
বন্ধ

বন্ধ এলসিটি পরিষেবা 

কাকদ্বীপ: ষাঁড়াষাঁড়ির কোটালের জেরে জলস্তর বাড়ার আশঙ্কা নদী ও সমুদ্রে। ৬.২ মিটার অর্থাৎ প্রায় ২০ ফুট উচ্চতায় জল বাড়তে পারে। ফলে সতর্কতা জারি করা হয়েছে সমস্ত জায়গায়। শনিবার ২ সেপ্টেম্বর পর্যন্ত এই জলস্তর বাড়বে। এর ফলে সুন্দরবনের নদী ও সমুদ্রে অস্বাভাবিক হারে জলস্তর বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে সেচ দফতর। শনিবার পর্যন্ত কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারি বার্জ   বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে।
এই বার্জগুলিতে বিভিন্ন রকম গাড়ি পারাপার করানো হয়। তবে সাধারণ যাত্রীদের জন্য ভেসেল পরিষেবা চালু থাকবে। অন্যদিকে জলস্তর বৃদ্ধির ফলে আতঙ্কিত সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, মথুরাপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: 
advertisement
বেহাল বাঁধ উপচে আবারও নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য জরুরি বৈঠক করেছেন প্রাশাসনিক কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলার জন্য সেচ দফতরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।ছোট নৌকা ও পণ্যবাহি নৌকার জন্যও রয়েছে নিষেধাজ্ঞা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার রাতের পর থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
High Tide: ষাঁড়াষাঁড়ির কোটাল! ভয়াবহ বিপদের আশঙ্কা! নদী-সমুদ্রের জলস্তর বাড়ছে হু-হু করে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement