ফ্ল্যাট থেকে উদ্ধার স্কুল শিক্ষিকার পচা গলা দেহ, ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়

Last Updated:

সোমবার থেকে দুর্গন্ধ আসছিল ফ্ল্যাটের বাইরে। ফ্ল্যাটটি ভিতর থেকে তালা বন্ধ ছিল। গতকাল ফ্ল্যাটের অন্যান্য আবাসিক ও এলাকার মানুষজনের নাকে আসে বিকট দুর্গন্ধ।

প্রিয়ব্রত গোস্বামী, আইলাকান্দি: ফ্ল্যাট থেকে উদ্ধার হল মধ্যবয়সি মহিলার পচা গলা মৃতদেহ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদর থানার আইলাকান্দি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খুকুমণি হেমব্রম। বয়স ৫০ বছর। পেশায় হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি।
গতকাল, সোমবার থেকে দুর্গন্ধ আসছিল ফ্ল্যাটের বাইরে। ফ্ল্যাটটি ভিতর থেকে তালা বন্ধ ছিল। গতকাল ফ্ল্যাটের অন্যান্য আবাসিক ও এলাকার মানুষজনের নাকে আসে বিকট দুর্গন্ধ। তাতেই সন্দেহ চাগাড় দেয়। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার।
advertisement
advertisement
আজ, মঙ্গলবার, পুলিশ বাইরে থেকে বারান্দার জানালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। পুলিশকর্মীরা দেখতে পান ঘরের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার দেহ। পচাগলা অবস্থায়।
পচা গলা মৃতদেহ ঘিরে শুরু হয়েছে জল্পনা। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আপাতত তদন্ত শুরু চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফ্ল্যাট থেকে উদ্ধার স্কুল শিক্ষিকার পচা গলা দেহ, ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement