Herbal Abir: যতই থাকুক ভাইরাল আধুনিক সরঞ্জাম, রাঙা পলাশ থেকে তৈরি ভেষজ আবির কিনতে আগ্রহ তুঙ্গে

Last Updated:

Herbal Abir: ভেষজ না কেমিক্যাল চলছে হাড্ডাহাড্ডি লড়াই , কার দর বেশি জানেন!

+
ভেষজ

ভেষজ আবির না কেমিক্যাল আবির

পুরুলিয়া : রাত পেরোলেই বসন্ত উৎসবে মাতবে আপামর বঙ্গবাসী। আবিরের রঙে মেতে উঠবে সকলে। বসন্ত উৎসবের পাশাপাশি পলাশ উৎসবে মাতবে জঙ্গলমহলের জেলাগুলি। এই সময় রংবেরঙের আবিরে ছেয়ে গিয়েছে সমস্ত বাজার। পুরুলিয়াতেও বিক্রি হচ্ছে নানান রঙের আবির। যেমন রয়েছে কেমিক্যাল আবির তেমনই রয়েছে ভেষজ অবিরও। কোন আবিরের চাহিদা বেশি রয়েছে এ বছর। মানুষের মধ্যে কি বেড়েছে সচেতনতা?
এ বিষয়ে দোকানের বিক্রেতারা বলেন, তাঁদের কাছে সমস্ত ধরনের আবির রয়েছে। যেমন কমদামি আবির রয়েছে, তেমনই রয়েছে ভেষজ অবিরও। তবে বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তাই ভেষজ আবির কেনার দিকেই বেশিরভাগ মানুষ ঝুঁকছেন। ভেষজ আবিরের বিক্রিও যথেষ্ট বেশি রয়েছে। এরই পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্যনতুন পিচকিরি ও সাজসরঞ্জাম দোল উৎসবে বেরিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল। ‌
advertisement
বেশিরভাগ মানুষ সেই সব জিনিস কিনতে পছন্দ করছেন। যেমন রয়েছে ইলেকট্রনিক গান , আবিরে সিলিন্ডার , আবিরের বোম, আবিরের মশাল-সহ সমস্ত ট্রেন্ডিং আইটেম বিক্রি হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও ভেষজ আবির কিনতে দেখা যাচ্ছে সকলকে।এ বিষয়ে ক্রেতা নিমাই চন্দ্র মণ্ডল বলেন, দোল উৎসবে তিনি ভেষজ আবির কিনেছেন। ‌ ভেষজ অবিরে কোনও সাইডএফেক্ট নেই সেই কারণে এই আবির কিনতেই তিনি পছন্দ করেন। কোনও ক্ষতি হয় না এই আবির থেকে। ‌ বরাবরই তাই তিনিই ভেষজ আবির কিনে থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুন : দোলের দিন এই সময়ের মধ্যে বাড়ির তুলসিতলায় পুঁতে দিন ১ জিনিস! বাস্তুদোষ দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়
দোল উৎসবের অন্যতম অংশ আবির। বিভিন্ন ভ্যারাইটি ও বিভিন্ন রঙের আবির দেখতে পাওয়া যায় উৎসবের এই সময়। জঙ্গলমহলের পুরুলিয়া জেলাতে ভেষজ আবিরের বিরাট চাহিদা রয়েছে। ‌ এখানে পলাশ ফুল , গাজর, পালং শাক-সহ নানা জিনিস দিয়ে তৈরি হয় আবির। এই আবিরের চাহিদাও যথেষ্ট রয়েছে। ধীরে ধীরে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে তাই কেমিক্যাল আবিরের তুলনায় ভেষজ আবির কিনতেই পছন্দ করছেন সকলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Herbal Abir: যতই থাকুক ভাইরাল আধুনিক সরঞ্জাম, রাঙা পলাশ থেকে তৈরি ভেষজ আবির কিনতে আগ্রহ তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement