ক্যানিংয়ে অজানা রোগে মৃত্যু হাজার হাজার মুরগির ! ছড়াচ্ছে দূষণ

Last Updated:

দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা জুড়ে মুরগির মড়ক। অজানা রোগে কয়েক হাজার মুরগি মারা গিয়েছে বলে অভিযোগ।

#ক্যানিং:  দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা জুড়ে মুরগির মড়ক। অজানা রোগে কয়েক হাজার মুরগি মারা গিয়েছে বলে অভিযোগ। ক্ষতির মুখে পোলট্রি ব্যবসায়ীরা। অঙ্গদবেড়িয়া, মৌখালি ও হাটপুকুরিয়াতেই বেশি মুরগি মারা গিয়েছে। মৃত মুরগি থেকে ছড়াচ্ছে দূষণ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিডিও পঞ্চায়েত প্রধান।
অজানা রোগে মুরগির মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে ক্যানিং এক নম্বর ব্লকে। পোলট্রি ব্যবসায়ীদের দাবি, এদিন তাঁরা দেখেন কিছু মুরগি ঝিমোচ্ছে এবং বেশ কিছু মুরগি মরে পড়ে রয়েছে। তবে কি কারণে মুরগিগুলি মারা গিয়েছে তা বোঝা যাচ্ছে না।
vlcsnap-2018-03-12-08h11m50s182
advertisement
ক্যানিংয়ের নিকাড়ীঘাটা ও হাটপুকুরিয়া অঞ্চলেই ক্ষতির পরিমানটা বেশি। সেখানে কয়েক হাজার মুরগি ইতিমধ্যেই মারা গিয়েছে। বহু ব্যবসায়ীই মরা মুরগিগুলিকে পাশের ডোবায় ফেলে চলে গিয়েছেন। পচা মুরগির গন্ধে সমস্যা আরও বেড়েছে। মরা মুরগি থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করেছেন অনেকেই।
advertisement
ব্যবসায়ীদের সচেতন করতে ইতিমধ্যেই ব্লক প্রশাসন উদ্যোগী হয়েছে। মুরগির মড়কে মাথায় হাত ব্যবসায়ীদের। সরকারি সাহায্য দাবি করেছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যানিংয়ে অজানা রোগে মৃত্যু হাজার হাজার মুরগির ! ছড়াচ্ছে দূষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement