Home /News /south-bengal /

শরীরে মারণ রোগ, আর্থিক অনটনের মধ্যেও মানবিকতার নজির গড়লেন কুলটির বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায়

শরীরে মারণ রোগ, আর্থিক অনটনের মধ্যেও মানবিকতার নজির গড়লেন কুলটির বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায়

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

শরীরে মারণ রোগ, আর্থিক অনটনের মধ্যেও মানবিকতার নজির গড়লেন কুলটির বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায়

 • Share this:

  #কুলটি: শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। তবুও চান সমাজের জন্য কিছু করতে। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। যেমন ভাবা তেমন কাজ। একদিনের জন্য বৃদ্ধাশ্রমের দত্তক নিলেন পশ্চিম বর্ধমানের কুলটির সুশান্ত মুখোপাধ্যায়।

  নিজে দুরারোগ্য হিমোফিলিয়ায় আক্রান্ত। ছোটখাট একটি দোকানের ভরসায় সংসার চালান কুলটির সুশান্ত মুখোপাধ্যায়। আয়ের বেশিরভাগটাই চলে যায় চিকিৎসার খরচ মেটাতে। সব বাধা কাটিয়ে চেয়েছিলেন জীবন সায়াহ্নে আসা মানুষগুলোর পাশে দাঁড়াতে। বন্ধুদের তাঁর এই মনের কথা বলেছিলেন সুশান্ত। প্রত্যেকেই সঙ্গ দিলেন। ঠিক হল একদিনের জন্য একটি বৃদ্ধাশ্রমই দত্তক নেওয়া হবে। যেমন কথা তেমন কাজ ৷

  কুলটির বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায় কুলটির বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায়
  নিজস্ব চিত্র

  মঙ্গলবার হীরাপুরের প্রান্তিকে বন্ধুদের নিয়ে হাজির হলেন সুশান্ত মুখোপাধ্যায়। নিলেন সারাদিনের খাওয়ার দায়িত্ব। আবাসিকদের জন্য ছিল নিরামিষ পদের হরেক আয়োজন। চলল জমিয়ে খাওয়া দাওয়া। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোবাসনা পূরণ হল সুশান্তবাবুর।

  আরও পড়ুন 

  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে বদলাচ্ছে নিয়ম

  সংসার থেকে তাঁরা অনেক দূরে। কেউ যে এভাবে তাঁদের আপন করে নেবেন কল্পনাতেও আসেনি কারও। হঠাৎ উপহার পেয়ে আনন্দে ডগমগ আবাসিকরা। এই দিনটাই মনে রাখতে চান তাঁরা।

  শত কষ্টে থাকলেও, এভাবেও যে সমাজের জন্য কিছু করা যায় সুশান্ত মুখোপাধ্যায়ই তার উদাহরণ।

  রিপোর্টার- দীপক শর্মা

  First published:

  Tags: Hemophilia patient, Old Age Home, Programme from old age home

  পরবর্তী খবর