Bankura News: প্রধান শিক্ষক রাস্তায় নেমে যা করলেন দেখে অবাক বাঁকুড়ার কোতুলপুর!

Last Updated:

প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে তাঁকে দেখা যায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে। আসল গল্পটা এখানেই! কোতুলপুর উচ্চ বিদ্যালয়, রাস্তার পাশেই স্কুলে প্রবেশ করার তোরণ। 

+
প্রধান

প্রধান শিক্ষক

বাঁকুড়া: রাস্তায় প্রধান শিক্ষক! রাস্তায় নেমে বিরাট এক কাজ করলেন তিনি। দেখে অবাক ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। এমন কাজ প্রধান শিক্ষক করবে কেউ ভাবতেই পারেনি। কী এমন হল বাঁকুড়ায় যার জন্য, সবার চোখ কপালে উঠছে?  প্রধান শিক্ষক তিনি! প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে তাঁকে দেখা যায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে। কী ভাবছেন, যে সরকারি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার পরও ট্রাফিক কন্ট্রোলের কাজ? আসল গল্পটা এখানেই! কোতুলপুর উচ্চ বিদ্যালয়, রাস্তার পাশেই স্কুলে প্রবেশ করার তোরণ।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার, একসময় একই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবার এই বিদ্যালয়েই পড়াশোনা করছেন প্রধান শিক্ষকের নিজের ছেলে এবং ভাইপো। অন্যান্য ছাত্র ছাত্র-ছাত্রীদের স্কুলে ঢোকার এবং বেরোনোর সময়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই প্রধান শিক্ষক ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন সকাল বেলা।
advertisement
advertisement
প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, এই একই বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিজের ছেলে এবং ভাইপোর পাশাপাশি, বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রী সন্তানসম। সেই কারণেই এইভাবে রাস্তায় নামতে দেখা যায় তাঁকে। ঘটনাটি নজর কেড়েছে, অভিভাবক অভিভাবিকারের এবং আপ্লুত ছাত্র-ছাত্রীরা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ঘন জনসংখ্যার দেশ ভারত বর্ষ। বাড়িতে বাড়িতে রয়েছে যানবাহন। শুধুমাত্র ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক কর্মীরাই যানজট কিংবা পথ সুরক্ষার দায়িত্বে থাকবেন সেটাই আশা করেন সাধারণ মানুষ, তবে কোতুলপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকারের মত দায়িত্ব বান নাগরিক যখন নিজেদের হাতে দায়িত্ব তুলে নেন, সেটি একটি দৃষ্টান্ত স্থাপন করে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: প্রধান শিক্ষক রাস্তায় নেমে যা করলেন দেখে অবাক বাঁকুড়ার কোতুলপুর!
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement