Weather alert: শনিবার থেকেই উত্তাল হবে সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Last Updated:

Rainfall alert: আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শনিবার থেকেই আসতে চলেছে ঝড়বৃষ্টি, ভিজতে চলেছে রাজ্যের তিন জেলা। সেই সঙ্গে উত্তাল হতে চলেছে সমুদ্র এবং রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কাও, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আসছে প্রবল ঝড়বৃষ্টি।
আসছে প্রবল ঝড়বৃষ্টি।
কলকাতা: আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শনিবার থেকেই আসতে চলেছে ঝড়বৃষ্টি, ভিজতে চলেছে রাজ্যের তিন জেলা। সেই সঙ্গে উত্তাল হতে চলেছে সমুদ্র এবং রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কাও, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের মতে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। সেই সঙ্গে এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, সতর্ক করেছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়, ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বা তার বেশি গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।
advertisement
দক্ষিণবঙ্গের কলকাতা-সহ নয় জেলায় বজ্রবিদ্যু- সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। জেলাগুলির তালিকায় রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদীয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather alert: শনিবার থেকেই উত্তাল হবে সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement