জেলায় জেলায় বৃষ্টি! জন্মাষ্টমীতেও ব্যাপক দুর্যোগ...দেখে নিন আবহাওয়ার বড় আপডেট

Last Updated:

Heavy Rain Alert Weekly Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। শুধু তাই নয় পাশাপাশি সারাদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কালো মেঘ আকাশজুড়ে
কালো মেঘ আকাশজুড়ে
মেদিনীপুর, রঞ্জন চন্দ: সপ্তাহান্তে আরও দুর্যোগ। শনিবার জেলায় জেলায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এলাকায়। জন্মাষ্টমীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরে। যদিও দিনের তাপমাত্রার কোনও হেরফের নেই। প্রসঙ্গত শনিবার এবং রবিবার রয়েছে সরকারি ছুটি। এই দিনগুলোতে মূলত সমুদ্র সৈকত দিঘা এবং জগন্নাথ ধামে জন্মাষ্টমী উপভোগ করতে অনেকেই প্ল্যান করেছেন।
তবে সেখানে গিয়ে সামনে বিপদ। শনিবার সকাল থেকে মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দুপুরের পর বিকেলেও সেই বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। তবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার কোনও বদল নেই।
advertisement
advertisement
প্রসঙ্গত চলতি সপ্তাহের প্রথম দুদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দিন যত গড়াচ্ছে ততই দুর্যোগ বাড়ছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এলাকায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। এছাড়াও শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
প্রসঙ্গত সপ্তাহ শেষে ছুটি থাকার কারণে মূলত দিঘা ও জগন্নাথ ধাম দর্শনের জন্য প্ল্যান করছেন সকলেই। তবে সেখানেও কি কার্যত নাজেহাল পরিস্থিতি পর্যটকদের। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। শুধু তাই নয় পাশাপাশি সারাদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায়। পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। স্বাভাবিকভাবে সপ্তাহ শেষে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না।
advertisement
ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় বেশ নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বিভিন্ন জায়গায় আবহাওয়ার উপর নজর রাখছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলায় জেলায় বৃষ্টি! জন্মাষ্টমীতেও ব্যাপক দুর্যোগ...দেখে নিন আবহাওয়ার বড় আপডেট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement