Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পাল্টে যাবে আগামী তিনদিনে, সতর্ক করল হাওয়া অফিস
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weather Update: ওড়িশায় ইতিমধ্যে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির উপরে।
#নয়াদিল্লি: প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করল কেন্দ্রীয় হাওয়া অফিস India Meteorological Department (IMD)। আপাতত প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ওড়িশার উপর আগামী ২-৩ দিন ধরে চলবে তীব্র তাপপ্রবাহ। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় হাওয়া অফিসের তরফ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ দেখা দিতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির উপরে।
ওড়িশায় ইতিমধ্যে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির উপরে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ওড়িশার আবহাওয়া আগামী দু-তিন দিনের মধ্যে আর পরিবর্তন হবে না। তবে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ মার্চ ও ১ এপ্রিল তীব্র তাপপ্রবাহের মধ্যে পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা। এ ছাড়া ছত্তিশগড়েও এই সময়ে তীব্র তাপপ্রবাহ।
advertisement
advertisement
Isolated Heat Wave conditions over Jharkhand & interior Odisha during 30th March-01st April; over Gangetic West Bengal on 31st March & 01st April; over Chhattisgarh during 31st March-02nd April and over Gujarat region on 01st & 02nd April, 2022.
— India Meteorological Department (@Indiametdept) March 29, 2022
advertisement
মার্চের শেষ লগ্নেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কার্যত গরমে পুড়ছে। কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর আগে মহারাষ্ট্র ও গুজরাতের বিভিন্ন অংশে তাপপ্রবাহ শুরু হয়েছে। আগেই হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, মার্চের শেষ তিন দিন তীব্র তাপপ্রবাহ চলবে সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়াতে তাপপ্রবাহ দেখা দিয়েছে। তবে ওড়িশায় এই গরমের পরিমান ছুঁয়ে ফেলতে পারে ৪৩ ডিগ্রির কাছাকাছি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পাল্টে যাবে আগামী তিনদিনে, সতর্ক করল হাওয়া অফিস