Healthy Food Serving: ৫০ বছর ধরে একই নিয়ম এই হোটেলে! খাবার পরিবেশনের এই রীতির ফলেই আজও অগাধ ভরসা মানুষের

Last Updated:

Healthy Food Serving: প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে একইভাবে খাবার পরিবেশিত হয়ে আসছে তমলুকের একটি হোটেলে। এই হোটেলটির মূল বৈশিষ্ট্য হল পিতল কাঁসার থালা বাটিতে খাবার পরিবেশন করা হয় শুরু থেকেই।

+
৫০

৫০ বছর ধরে একই নিয়ম এই হোটেলে! খাবার পরিবেশনের এই রীতির ফলেই আজও অগাধ ভরসা মানুষের

তমলুক: হোটেল শুরুর দিন থেকে আজ পর্যন্ত বদলায়নি নিয়ম। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে একইভাবে খাবার পরিবেশিত হয়ে আসছে তমলুকের একটি হোটেলে। এই হোটেলটির মূল বৈশিষ্ট্য হল পেতল কাঁসার থালা বাটিতে খাবার পরিবেশন করা হয় শুরু থেকেই। আর তাতেই তৃপ্ত মানুষজন।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। তমলুক শহরের তাম্রলিপ্ত পৌরসভার পাশেই রয়েছে এই হোটেল। হোটেলটি নিরামিষ হলেও দুপুরে বহু মানুষ এখানে খেতে আসেন।
advertisement
হোটেল মালিকের নাম রতন চন্দ্র ঘোষ হলেও সবাই তাঁকে ডাকেন ‘মামা’ বলে। হোটেলের আসল নাম ভিন্ন হলেও ‘মামার হোটেল’ নামে সবাই চেনে। তমলুকের এই মামার হোটেলের খাবার খেয়ে মানুষ পরিতৃপ্তি পায়। পরিষ্কার-পরিচ্ছন্ন হোটেলে পিতল বা কাঁসার থালায় ভাত, ডাল, শাক, শুক্ত-সহ অন্যান্য পদ মানুষ তৃপ্তি ভরে খায়। নিরামিষ ঘরোয়া সুস্বাদু রান্না পিতলের থালায় পরিবেশন আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের টানে মানুষজন এই হোটেলেই খেতে আসে।
advertisement
কাজের প্রয়োজনে তমলুকে আসা মানুষজনের দুপুরে খাওয়ার কথা মনে হলে চলে আসেন এই হোটেলে। হোটেলের ম্যানেজার জানান, প্রথম দিন থেকেই পিতল বা কাঁসার থালার বাটিতে ভাত-সহ অন্যান্য ব্যঞ্জন পরিবেশিত হচ্ছে। জল খাওয়ার জন্য পিতলের গ্লাস ব্যবহার হয়। পিতল থালা-বাসনে খাওয়া শরীর বা স্বাস্থ্যের এর পক্ষে উপযোগী। পিতলের থালা বাসন ভালভাবে পরিষ্কার করেই খাওয়ার দাওয়ার পরিবেশন করা হয়।
advertisement
তমলুক জেলা আদালতের এক আইনজীবী প্রতিদিন দুপুরের এই হোটেলে এসেই ভাতের সঙ্গে নানা নিরামিষ পদ তৃপ্তি সহকারে খান। তিনি জানান, ”হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার-দাবার সুস্বাদু। সেই সঙ্গে পিতলের থালা বাসনে খাবার-দাবার পরিবেশন। বাড়ি অন্যত্র, ফলে তমলুকে দুপুরে খাওয়ার প্রয়োজন হলেই এই হোটেলে ছুটে আসি।”
সময়ের সঙ্গে সঙ্গে হোটেলগুলোতে খাবার-দাবার পরিবেশনের পাত্র পরিবর্তন হয়েছে। এই হোটেলে বর্তমানেও পিতলের থালাবাসনে খাবার-দাবার পরিবেশিত হচ্ছে প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Healthy Food Serving: ৫০ বছর ধরে একই নিয়ম এই হোটেলে! খাবার পরিবেশনের এই রীতির ফলেই আজও অগাধ ভরসা মানুষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement