Health news: KSCH এবং ও ভারত পেট্রোলিয়ামের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবায় উন্নতি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর অঞ্চলে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Health news: কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ ও নর্থ ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রকল্পের আওতায়, জামিনী ভূষণ মেমোরিয়াল ম্যাটারনিটি অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মণিরামপুর পলিক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দান করেছে।
উত্তর ২৪ পরগনা: কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ ও উত্তর ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রকল্পের আওতায়, জামিনী ভূষণ মেমোরিয়াল ম্যাটারনিটি অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মণিরামপুর পলিক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দান করেছে। এই অত্যাধুনিক সরঞ্জামের ফলে চিকিৎসার মান আরও উন্নত হবে। বিশেষত প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও বেড়ে যাবে।
advertisement
advertisement
এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালগুলিতে অত্যাধুনিক এক্স-রে মেশিন, ডিজিটাল রেডিওগ্রাফি প্যানেল, উন্নত হেমাটোলজি অ্যানালাইজার, হাই-এন্ড আল্ট্রাসাউন্ড মেশিন এবং আইসিইউ ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। এগুলি রোগ নির্ণয় ও জরুরি পরিষেবা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
advertisement
বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক মঞ্জু বসু, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এর ইস্ট জোনের এইচ.আর.এস. প্রধান শ্রী জন বস্কো জে এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ও কেএসসিএইচ-এর ডিরেক্টর গুঞ্জন কর্মকার।
advertisement
এই উদ্যোগের ফলে প্রায় ১.৬২ লক্ষ গ্রামবাসী উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি-র আওতায় এমন উদ্যোগ চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। কেএসসিএইচ এই প্রকল্পের দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করবে। সরকারি ও কর্পোরেট সংস্থার যৌথ উদ্যোগ যে সমাজের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, এই প্রকল্প তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health news: KSCH এবং ও ভারত পেট্রোলিয়ামের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবায় উন্নতি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর অঞ্চলে