Health Checkup Camp: জোরাল সিদ্ধান্ত বাঁকুড়ার এই প্রত্যন্ত গার্লস স্কুলে, কী জানলে অবাক হবেন!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Health Checkup Camp: বয়সন্ধি বিষয়ক রোগ নিয়ে মেয়েরা যাতে সঙ্কোচ বোধ না করে এবং স্বাস্থ্য সচেতন হয় সেই কারণে বাঁকুড়ার এই বিদ্যালয়ে করা হল হিমোগ্লোবিন পরীক্ষা
বাঁকুড়া: বয়সন্ধিকালে অনেক সময় মেয়েদের কিছু সমস্যা দেখা দেয়। যে ব্যাপারগুলো এই সমাজে বাবা-মা’রাও খুব একটা আলোচনা করতে স্বচ্ছন্দ্যবোধ করেন না। ডাক্তার দেখানোর ক্ষেত্রেও বিরত থাকে বহু পরিবার। এই চিত্র মূলত আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এই সঙ্কোচ ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি ডেকে আনে। এ কথা উল্লেখ করে সচেতন করছে প্রত্যন্ত এলাকার একটি স্কুল। বয়ঃসন্ধিকালের রোগ সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি করতে একদম প্রত্যন্ত একটি মেয়েদের স্কুলে করা হল এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা। বাঁকুড়ার সেই স্কুলটির নাম আঁচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুল।
বয়সন্ধি বিষয়ক রোগ নিয়ে মেয়েরা যাতে সঙ্কোচ বোধ না করে এবং স্বাস্থ্য সচেতন হয় সেই কারণে বাঁকুড়ার এই বিদ্যালয়ে করা হল হিমোগ্লোবিন পরীক্ষা। সঙ্গে চোখের এবং বয়সন্ধিকালের বিভিন্ন রোগের পরীক্ষা হয়। এছাড়াও প্রতি মাসেই আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলের মেয়েদের জন্য একের পর এক নতুনত্ব কর্মশালা আয়োজন করা হয়। যেমন- আত্মরক্ষার্থে তাইকোন্ডো থেকে শুরু করে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা।
advertisement
advertisement
প্রধান শিক্ষিকা নন্দিতা সরকার বলেন, বেশ কয়েকদিন আগে “আয়রন ডে” পালিত হয়েছিল। সহ এদিন মেয়েদের আয়রন ডেফিশিয়েন্সি দূর করতে খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। এবার সেই কারণেই অ্যানিমিয়া পরীক্ষা এবং হিমোগ্লোবিন টেস্ট করা হল।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Checkup Camp: জোরাল সিদ্ধান্ত বাঁকুড়ার এই প্রত্যন্ত গার্লস স্কুলে, কী জানলে অবাক হবেন!