ম্যাট্রিমনি সাইটে 'হাই প্রোফাইল' ব্যবসায়ী! বিয়ে ঠিক হল তরুণীর সঙ্গে, কিন্তু সাতপাকের বদলে হয়ে গেল অন্য কিছু!

Last Updated:

Matrimony Site: ম্যাট্রিমনি সাইটে 'হাই প্রোফাইল' ব্যবসায়ীর ছদ্মবেশ! বিবাহের প্রলোভনে হুগলির তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার দুই, অধরা মূল চক্রী!

ম্যাট্রিমনি সাইটে 'হাই প্রোফাইল' ব্যবসায়ী! বিয়ে ঠিক হল তরুণীর সঙ্গে, কিন্তু সাতপাকের বদলে হয়ে গেল অন্য কিছু!
ম্যাট্রিমনি সাইটে 'হাই প্রোফাইল' ব্যবসায়ী! বিয়ে ঠিক হল তরুণীর সঙ্গে, কিন্তু সাতপাকের বদলে হয়ে গেল অন্য কিছু!
হুগলি: হুগলি জেলার কামারকুন্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত ২৬ মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনিতে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয়।‌ এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দু’পক্ষের সম্পর্ক তৈরি হয়। এর পরেই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আনেন বড় অভিযোগ।
অভিযুক্ত ব্যবসায়ী তরুণীকে জানান জি এস সি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে তার সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে সিল করে দেওয়া হয়েছে। কিছু অর্থের প্রয়োজন রয়েছে। টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই টোপ দিয়ে অভিযুক্ত ব্যবসায়ী ধাপে ধাপে মোট পাঁচটি এক্যাউন্ট থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুনীর পরিবারের কাছ থেকে। অভিযুক্ত টাকা পেয়েই অন লাইন সাইট থেকে তার এক্যাউন্ট সরিয়ে নেয়। এবং তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি তরুনীর ও তাঁর পরিবার।
advertisement
advertisement
ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে বন্ধুত্ব। পরে বিয়ের প্রলোভন দিয়ে হুগলির এক তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে হুগলি জেলা গ্ৰামীন পুলিশের সাইবার থানার হাতে গ্রেফতার ২ জন। অধরা মূল অভিযুক্ত অনুপম রায়।
advertisement
ধৃতরা হল অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর ও জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে। এরা দু’জনে প্রধান অভিযুক্তের ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করেছিল। ম্যাট্রমনি সাইট এর পরিচয়ের মাধ্যমে এত বড় ধরনের প্রতারনা হুগলি জেলা এই প্রথম বলে দাবি পুলিশের।
তরুনীর পরিবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় যোগাযোগ করে। গত ৬ ই মে কামার কুন্ডু সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে প্রতারক ব্যবসায়ীর ম্যানেজার অভিষেক রায় ও জাহির আব্বাসকে গ্রেফতার করে। পুলিশ ধৃত অভিষেক রায় এর ব্যাঙ্ক একাউন্ট থেকে ৩২ লক্ষ টাকা ও জাহির আব্বাসের অ্যাকাউন্টেও বেশ কয়েক লক্ষ টাকা 8 লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাঙ্কের পাস বুক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
রানা সরকার 
Generated image
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ম্যাট্রিমনি সাইটে 'হাই প্রোফাইল' ব্যবসায়ী! বিয়ে ঠিক হল তরুণীর সঙ্গে, কিন্তু সাতপাকের বদলে হয়ে গেল অন্য কিছু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement