এবারের উচ্চমাধ্যমিক একেবারে অন্যরকম! নতুন পরীক্ষা পদ্ধতি দেখে হতবাক পড়ুয়ারা! কী করতে হবে জানা আছে তো?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে OMR শিটে, যা সরাসরি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে।
হাসনাবাদ, জুলফিকার মোল্যা: সুন্দরবনের স্কুলে ওয়ার্কশপ, নতুন পরীক্ষার নিয়মে হাতে-কলমে প্রশিক্ষণ। প্রথমবারের মতো রাজ্যে হতে চলেছে উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। বিশেষত্ব হল, এবার পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে OMR শিটে, যা সরাসরি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে।
এরই মধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার জন্য আলাদা নির্দেশিকাও দেওয়া হয়েছে। পরীক্ষার আগে থেকেই কাউন্সিল জানিয়ে দিয়েছে, নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর কোথায় কীভাবে লিখতে হবে এবং উত্তর চিহ্নিত করার নিয়ম কী। তবুও নতুন পদ্ধতির কারণে পরীক্ষার্থীদের মনে তৈরি হয়েছে বাড়তি চাপ।
আরও পড়ুন : জাতীয় শিক্ষক পুরস্কার, হাতে পাবেন ৫০ হাজার টাকা! কিন্তু খরচ করবেন কীভাবে? জানলে অবাক হবেন
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের হাসনাবাদ ব্লকের চকপাটলী হাই স্কুলে আয়োজিত হয় এক বিশেষ ওয়ার্কশপ। এদিন বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার্থীদের সামনে নতুন পরীক্ষাপদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন। শিক্ষকরা ধাপে ধাপে দেখিয়ে দেন কীভাবে সঠিকভাবে OMR শিট পূরণ করতে হবে। ছাত্রছাত্রীরাও উৎসাহ নিয়ে এই প্রক্রিয়ায় অংশ নেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে ভয় কাটবে ও আত্মবিশ্বাস বাড়বে। তবে গ্রামাঞ্চল ও সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকার বহু পরীক্ষার্থী এখনও কিছুটা উদ্বেগে রয়েছে। শিক্ষকরা তাদের পাশে থেকে মানসিক চাপ দূর করতে সচেষ্ট। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই নতুন পরীক্ষা পদ্ধতির প্রথম ধাপ। শিক্ষকমণ্ডলীর বিশ্বাস, এই অভিজ্ঞতার ফলে পরীক্ষার্থীরা নির্ভয়ে ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 10:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবারের উচ্চমাধ্যমিক একেবারে অন্যরকম! নতুন পরীক্ষা পদ্ধতি দেখে হতবাক পড়ুয়ারা! কী করতে হবে জানা আছে তো?