North 24 Parganas News: বিজেপি নেতার বাড়ির কাছে বিস্ফোরণ! হাসনাবাদের কাণ্ডে দিলীপ দাসের বাড়িতে হাজির রেখা পাত্র
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
North 24 Parganas News: লোকসভা নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে বসিরহাট লোকসভাকে অতি স্পর্শকাতর হিসাবে হিসেবে দেখছে নির্বাচন কমিশন।
বসিরহাট: হাসনাবাদে বিস্ফোরণ কাণ্ডে বিজেপি নেতার বাড়িতে রেখা পাত্র। গতকাল, শনিবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদ।
হাসনাবাদের কালিবাড়ি দক্ষিণ শিমুলিয়ায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা ফাটে। জখম হন বাড়ির এক মহিলা। ইতিমধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে সিআইডি। শুক্রবার সন্দেশখালির আগারাটিতে অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। যদিও এই ঘটনাকে পুরোপুরি চক্রান্ত করে বিজেপি কর্মীকে ফাঁসানোর অভিযোগ তুলেছে দিলীপ দাস-সহ বিজেপি।
advertisement
advertisement
এদিন বসিরহাটের হাসনাবাদের কালিবাড়ি শিমুলিয়ায় ওই বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি ঘটনাস্থলে পৌঁছে সরেজমিন ঘুরে দেখেন।
লোকসভা নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে বসিরহাট লোকসভাকে অতি স্পর্শকাতর হিসাবে হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে লোকসভা নির্বাচনের দিনে বড়োসড় কোনও দুর্ঘটনা ঘটবে না তো, এই আতঙ্ক এলাকার মানুষের মধ্যে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 28, 2024 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিজেপি নেতার বাড়ির কাছে বিস্ফোরণ! হাসনাবাদের কাণ্ডে দিলীপ দাসের বাড়িতে হাজির রেখা পাত্র






