Hanuman Puja: রামনবমীর দিনই ভক্ত হনুমানকে স্মরণ, মঙ্গল কলস নিয়ে কয়েকশো মহিলার শোভাযাত্রা

Last Updated:

Hanuman Puja: পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির

+
মঙ্গল

মঙ্গল কলস যাত্রা।

পশ্চিম বর্ধমান: সকাল সকাল বাজারের ব্যস্ত রাস্তায় মহিলাদের শোভাযাত্রা। মঙ্গল কলস নিয়ে শোভাযাত্রা কয়েকশো মহিলার। তবে এই বিশাল আয়োজন রামনবমী উপলক্ষে নয়। এই আয়োজন হনুমান মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে। কয়েকশো মহিলার মঙ্গল কলস শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান মন্দিরের পুজোর এই বিশাল আয়োজন চলে আসছে গত ২৫ বছর ধরে।
পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির। আর তারপর থেকেই এখানে বার্ষিক পুজো উপলক্ষে করা হয় বিশাল জাঁকজমক। মহিলাদের মঙ্গল কলস শোভাযাত্রা তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
advertisement
advertisement
মন্দির কমিটির সদস্য তথা এই মন্দিরের এক সেবায়েত উমেশ মিশ্র বলছেন, এই মন্দিরের কিছু ভক্তদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি করা হয়। হনুমান মন্দিরের বার্ষিক পুজো পানাগড় এলাকার সবথেকে বড় উৎসবগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষজন অংশগ্রহণ করেন। মঙ্গল কলস শোভাযাত্রায় ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সময় হাজির হন কয়েক হাজার মানুষ। আবার দিনভর চলে পুজো-পাঠ।
advertisement
জানা গিয়েছে, এবারও মঙ্গল কলস শোভাযাত্রার মাধ্যমে পুজো শুরু হয়েছে। সারাদিন পুজো পাঠের পর রামনবমীর সন্ধেয় রয়েছে বিশেষ শোভাযাত্রা। রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা। তাছাড়াও পুজোপাঠের কর্মসূচিতে রয়েছে ইসকন কর্তৃপক্ষের ভজন-কীর্তন। তাছাড়াও বিশেষ ভাণ্ডারার ব্যবস্থাও থাকছে এখানে। মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে গোটা পানাগড় বাজার সাজিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে মন্দির। হাজার হাজার ভক্ত অটুট বিশ্বাস নিয়ে হাজির হয়েছেন মন্দিরে।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanuman Puja: রামনবমীর দিনই ভক্ত হনুমানকে স্মরণ, মঙ্গল কলস নিয়ে কয়েকশো মহিলার শোভাযাত্রা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement