Haldia: দেশের সবথেকে বড় ফেনল প্ল্যান্ট তৈরি হবে হলদিয়ায়, শুরু হল কাজ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Haldia: হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ভারতের বৃহত্তম ফেনল প্ল্যান্টের জন্য সাইট এক্সিকিউশন শুরু করেছে
হলদিয়া: হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ভারতে সবচেয়ে বড় ফেনল প্ল্যান্ট এক্সিকিউশন শুরু করেছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ভারতের বৃহত্তম ফেনল প্ল্যান্টের জন্য সাইট এক্সিকিউশন শুরু করেছে। এদিন এই অনুষ্ঠানে ছিলেন সিইও নবনীত নারায়ণ, হেড প্লান্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ভাটনগর, হেড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চৌধুরী ছাড়া অন্যান্য আধিকারিকরা।
advertisement
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড সিইও মিঃ নারায়ণ বাকি আধিকারিকদের সঙ্গে সাইটটি পরিদর্শন করেছেন। প্রকল্পের কাজের অগ্রগতি এবং প্রস্তুতি পর্যালোচনা করেছেন তিনি। আপাতত এই সংস্থা সম্পূর্ণ প্রকল্প শেষ করার জন্য ২০২৬ সালের প্রথম ত্রিমাসিকের লক্ষ্যমাত্রা রেখেছে।
advertisement
জানা গিয়েছে, এটি ওলেফিন কনভার্সন টেকনোলজি (ওসিটি) এর উপর ভিত্তি করে ভারতে প্রথম উদ্দেশ্যপ্রণোদিত প্রোপিলিন প্ল্যান্ট হবে। সেই সঙ্গে প্রচুর কর্মসংস্থানের দরজাও খুলে যাবে এর হাত ধরে। এই প্রকল্প নিয়ে খুব আশাবাদী সংস্থার কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 3:24 PM IST

