টানা ৮দিন বন্ধ থাকবে সেতু, দুর্ভোগ হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের যাত্রীদের
- Published by:Teesta Barman
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম ময়ূরাক্ষী নদীর উপর হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু। মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহের সঙ্গে বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম।
#মুর্শিদাবাদ: শনিবার থেকে টানা ৮দিন বন্ধ হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু। সংস্কারের জন্য এই সেতু বন্ধের সিদ্ধান্ত মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশনের দুই নম্বর সড়ক বিভাগ কর্তৃপক্ষের। এই সেতুতে যান চলাচল তো বন্ধ থাকবেই এমনকি হাঁটাচলাও সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষণা ছাড়া এই সেতু বন্ধ করে দেওয়ায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় পথযাত্রী থেকে স্থানীয়দের।
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম ময়ূরাক্ষী নদীর উপর হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু। মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহের সঙ্গে বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই সেতুর চারটি স্ল্যাব ভেঙে গিয়েছে। যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। সেই কারণে সংস্কারের জন্য ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই সেতু বন্ধ।
advertisement
advertisement
এরপর সেতুর অন্যান্য অংশ মেরামতের জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ওই সময় শুধু ছোট গাড়ি চলবে। সব মিলিয়ে ২৩ দিন সেতু বন্ধ রাখা হবে। পরিবর্তে বিকল্প রাস্তা করা হয়েছে কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি বাইপাস ধরে ভরতপুর সালার হয়ে পাচুন্দি মোড়।
advertisement
পথযাত্রী নাজমা বিবি বলেন, "আমি জানতামই না এই সেতু বন্ধ রয়েছে। আমি বর্ধমান যাব কী ভাবে, বুঝতেই পারছি না।" স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম বলেন, "এই সেতু সংস্কারের কাজ করাটা খুব প্রয়োজন এই মুহূর্তে। তাই সেতুটি বন্ধ রাখা হয়েছে। সাময়িক সমস্যা হবে। তবে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 6:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা ৮দিন বন্ধ থাকবে সেতু, দুর্ভোগ হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের যাত্রীদের