Solid Waste Management: দুর্দান্ত ভাবনা বর্ধমানের এই পুরসভার, জানলে আপনিও খুশি হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Solid Waste Management: সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করা হবে এই জায়গা। আর নতুনভাবে যে আবর্জনা জমা হবে সেগুলোকেও পৃথকীকরণ করা হবে। আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধের কারণে নির্দিষ্ট এলাকার বাসিন্দাদেরও চরম সমস্যা হয়
পূর্ব বর্ধমান: পরিবেশের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ নিল গুসকরা পুরসভা। এই শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কুনুর নদী। গুসকরা শহরের রটন্তী কালী মন্দিরের কাছে গেলেই দেখা মিলবে এই নদীর। শহরের এই জায়গাতেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। গোটা শহরের আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। দীর্ঘদিন ধরে আবর্জনা জমা হওয়ার কারণে বর্তমানে সেখানে যেন আবর্জনার পাহাড়ের তৈরি হয়েছে। এবার সেই আবর্জনা পৃথকীকরণ করে শহরবাসীকে দূষণমুক্ত পরিবেশ দেওয়ার চিন্তা ভাবনা করছে পুর কর্তৃপক্ষ।
সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করা হবে এই জায়গা। আর নতুনভাবে যে আবর্জনা জমা হবে সেগুলোকেও পৃথকীকরণ করা হবে। আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধের কারণে নির্দিষ্ট এলাকার বাসিন্দাদেরও চরম সমস্যা হয়। এছাড়াও আবর্জনা নদীতে পড়লেও দূষণ ঘটে। তাই সবরকম চিন্তাভাবনা করে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে গুসকরা পুরসভা।ইতিমধ্যেই ডাম্পিং গ্রাউন্ডের চারপাশ জুড়ে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে গুসকরা পুরসভার এসএই সপ্তম কুমার মাঝি জানান, ওইখানে যে ময়লাগুলো রয়েছে সেইগুলোকে পৃথকীকরণ করা হবে। পৃথকীকরণ করে ওই জায়গা সম্পূর্ণভাবে আবর্জনা মুক্ত করে দেওয়া হবে। পরবর্তীতে যাতে আগের মত নতুন করে আবর্জনা না জমে তার জন্য ওখানে কিছু মেশিন বসানো হবে। তবে মেশিন বসার আগে সম্পূর্ণ জায়গার পরিকাঠামো উন্নতির প্রয়োজন রয়েছে। বর্তমানে সেই কাজই করা হচ্ছে।
advertisement
advertisement
এই প্রজেক্ট সফল হলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। যেমন পরিবেশকে সম্পূর্ণভাবে দূষণমুক্ত রাখা যাবে। এছাড়াও এই জায়গায় বর্তমানে বেশ কিছু বাসিন্দা রয়েছেন, আবর্জনা জমে থাকার কারণে তাদেরও সমস্যা হয়। এই প্রজেক্ট সফল হলে তাঁরাও দুর্গন্ধের সমস্যা থেকে রেহাই পাবেন। নদীর জলও আর দূষিত হবে না।
advertisement
এছাড়াও আবর্জনা থেকে যে গুড আর্থ পাওয়া যাবে, সেখান থেকে সার তৈরি করে অল্প দামে বাজারজাত করার চিন্তাভাবনাও রয়েছে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য পরিকাঠামো উন্নতিকরণের কাজ চলছে বর্তমানে। পরিকাঠামো উন্নত হলে এই কাজে খরচ হতে পারে প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2024 8:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Solid Waste Management: দুর্দান্ত ভাবনা বর্ধমানের এই পুরসভার, জানলে আপনিও খুশি হবেন