Mahishadal Rathayatra: মহিষাদলের রথযাত্রা দেখতে যাবেন? বিশদে জানুন গুরুত্বপূর্ণ তথ্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Mahishadal Rathayatra: রথের দিন কোনও রকম দুর্ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় পাঁচ হাজার পুলিশ ও সিভিক। পাশাপাশি সিসিটিভি ও ড্রোনের ব্যবস্থা করা হয়েছে।
সৈকত শী, মহিষাদল: প্রকাশ করা হল মহিষাদলের রথযাত্রার গাইড ম্যাপ।আড়াইশো বছরের বেশি প্রাচীন মহিষাদলের রথযাত্রা। পুরী ও মাহেশের পরেই এই রথযাত্রার নাম শোনা যায়। প্রতিবছর রথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে। তাদের নিরাপত্তা ও সঠিক পথে রথের সামনে পৌঁছনোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হল মহিষাদলের রথের গাইড ম্যাপ। এদিন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাঘরে গাইড ম্যাপ প্রকাশ করা হয়।
প্রায় আড়াইশো বছরের পুরনো মহিষাদলের রথ। কয়েক বছর আগেই প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয় শতাব্দী প্রাচীন মহিষাদলের রথ। রথের পরিকাঠামোর বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে রথের দু’টি চাকাও। প্রতিবছর রথে ভিড় বাড়ছে। চলতি বছর ভিড়ের আশঙ্কা করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রথ পরিচালন কমিটির তরফ থেকে। সুষ্ঠুভাবে রথ পরিচালনা করার জন্য মহিষাদল পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। মহিষাদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট গাড়ির জন্য নো এন্ট্রি করা হয়েছে। মহিষাদল সিনেমা মোড়, মহিষাদল হসপিটাল মোড়, মহিষাদল পুরাতন বাজার, বাসস্ট্যান্ড, মহিষাদল গয়েশ্বরী স্কুল মোড় ও মহিষাদল রথযাত্রায় মাসির বাড়ির কাছে গাড়ি নিয়ে ঢোকা যাবে না।
advertisement
রথের দিন কোনও রকম দুর্ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় পাঁচ হাজার পুলিশ ও সিভিক। পাশাপাশি সিসিটিভি ও ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে রথের একটি রুট ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিধায়ক তিলক চক্রবর্তী জানান, মহিষাদলের প্রাচীন ঐতিহ্যবাহী রথকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘খরচ কম, পার্শ্বপ্রতিক্রিয়া নেই’, হোমিওপ্যাথি নিয়ে সচেতনতা প্রসারে বললেন বাঁকুড়ার মেডিক্যাল অফিসার
প্রতি বছরের মতো এ বছর রথে প্রায় ১৫০০ দোকান বসবে। যানজট এড়াতে রাস্তা থেকে প্রত্যেক দোকানকে রাস্তা ছেড়ে ৫ ফুট দূরে বসতে বলা হয়েছে। ভিড় এড়াতে রথের মেলা মহিষাদলের রাজবাড়িতে ব্যবস্থা করা হয়েছে। মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার জানান, ‘‘প্রাচীন রথযাত্রায় যাতে আগত দর্শনার্থীদের কোনও রকমে সমস্যায় পড়তে না হয় তার জন্য আগে থেকেই কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হয়েছে। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে যাতে মিটে যায় সে দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে।’’
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী রথ মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। শুধু পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন নয়, এই রথের মেলায় ভিড় করে পার্শ্ববর্তী জেলা থেকে আগত মানুষজন। প্রতিবছর বহু মানুষের সমাগম ঘটে। হাতে মাত্র আর এক সপ্তাহ বাকি তার আগেই ইতিমধ্যে রথযাত্রা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। রথযাত্রা নিয়ে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2024 3:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahishadal Rathayatra: মহিষাদলের রথযাত্রা দেখতে যাবেন? বিশদে জানুন গুরুত্বপূর্ণ তথ্য