GRP Recovered Cash Bag: বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় ফিরিয়ে দিল জিআরপি

Last Updated:

GRP Recovered Cash Bag: সঞ্চয়ের টাকা নিজের কাছে রাখতে চাননি বৃদ্ধা গীতা হালদার। শেষ জীবনে এসে তা সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন বলে মনস্থির করেছিলেন

টাকা তুলে দিচ্ছেন ওই বৃদ্ধার হাতে
টাকা তুলে দিচ্ছেন ওই বৃদ্ধার হাতে
দক্ষিণ ২৪ পরগনা: বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার (৭৪)। গোটা জীবনটা সল্টলেকের এক ব্যক্তির কাছে কাজ করে কাটিয়েছেন। ৪০ বছরের‌ও বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে ঠিকে কাজ করে গিয়েছেন। সেখান থেকে পাওয়া বেতন একটু একটু করে সঞ্চয় করেন। এইভাবেই লক্ষাধিক টাকা জমিয়ে ফেলেন ওই বৃদ্ধা। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি।
সঞ্চয়ের টাকা নিজের কাছে রাখতে চাননি বৃদ্ধা গীতা হালদার। শেষ জীবনে এসে তা সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন বলে মনস্থির করেছিলেন। আর সেই কারণেই সল্টলেকের যে বাড়িতে থেকে কাজ করেন সেখান থেকে মথুরাপুরে নিজের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিল সারা জীবনের সঞ্চয়ের সব টাকা। কিন্তু মেয়ে না আসায় টাকা ভাগনা করে সবটা সঙ্গে নিয়ে মথুরাপুরের বাড়ি থেকে আবার সল্টলেকে ফিরছিলেন। যথারীতি লোকাল ট্রেনে চেপে বসেছিলেন। আর তারপরই ঘটে বিপত্তি।
advertisement
advertisement
সোনারপুর স্টেশনে টাকা ভর্তি তাঁর ব্যাগ খোয়া যায়। রীতিমত হতাশায় মুষড়ে পড়েন বৃদ্ধা গীতা হালদার। বিষয়টি জানতে পারে স্টেশনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত জিআরপি। তারা ঘটনার তদন্ত শুরু করে। আর তাতেই মেলে সাফল্য। সোনারপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বৃদ্ধার হারানো টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয় ১ লক্ষ ২৭ হাজার টাকা ও ২ টি সোনার বালা। উদ্ধার হওয়া টাকা ও গয়না বৃদ্ধার হাতে ফিরিয়ে দেয় জিআরপি। সারাজীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল চলে আসে গীতা হালদারের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
GRP Recovered Cash Bag: বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় ফিরিয়ে দিল জিআরপি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement