GRP Recovered Cash Bag: বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় ফিরিয়ে দিল জিআরপি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
GRP Recovered Cash Bag: সঞ্চয়ের টাকা নিজের কাছে রাখতে চাননি বৃদ্ধা গীতা হালদার। শেষ জীবনে এসে তা সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন বলে মনস্থির করেছিলেন
দক্ষিণ ২৪ পরগনা: বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার (৭৪)। গোটা জীবনটা সল্টলেকের এক ব্যক্তির কাছে কাজ করে কাটিয়েছেন। ৪০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে ঠিকে কাজ করে গিয়েছেন। সেখান থেকে পাওয়া বেতন একটু একটু করে সঞ্চয় করেন। এইভাবেই লক্ষাধিক টাকা জমিয়ে ফেলেন ওই বৃদ্ধা। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি।
সঞ্চয়ের টাকা নিজের কাছে রাখতে চাননি বৃদ্ধা গীতা হালদার। শেষ জীবনে এসে তা সন্তানদের মধ্যে ভাগ করে দেবেন বলে মনস্থির করেছিলেন। আর সেই কারণেই সল্টলেকের যে বাড়িতে থেকে কাজ করেন সেখান থেকে মথুরাপুরে নিজের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিল সারা জীবনের সঞ্চয়ের সব টাকা। কিন্তু মেয়ে না আসায় টাকা ভাগনা করে সবটা সঙ্গে নিয়ে মথুরাপুরের বাড়ি থেকে আবার সল্টলেকে ফিরছিলেন। যথারীতি লোকাল ট্রেনে চেপে বসেছিলেন। আর তারপরই ঘটে বিপত্তি।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির জলে ফুঁসছে তোর্ষা, আতঙ্কে কোচবিহারবাসী
advertisement
সোনারপুর স্টেশনে টাকা ভর্তি তাঁর ব্যাগ খোয়া যায়। রীতিমত হতাশায় মুষড়ে পড়েন বৃদ্ধা গীতা হালদার। বিষয়টি জানতে পারে স্টেশনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত জিআরপি। তারা ঘটনার তদন্ত শুরু করে। আর তাতেই মেলে সাফল্য। সোনারপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বৃদ্ধার হারানো টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয় ১ লক্ষ ২৭ হাজার টাকা ও ২ টি সোনার বালা। উদ্ধার হওয়া টাকা ও গয়না বৃদ্ধার হাতে ফিরিয়ে দেয় জিআরপি। সারাজীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল চলে আসে গীতা হালদারের।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 5:06 PM IST