#পুকুরিয়া: গতকালের পর আজ ফের স্কুলে হামলা চালাল জঙ্গলের দুষ্কৃতীরা। আজকেও হামলা চালিয়ে স্কুলের শিশুদের খাবার লুঠ করে নিয়ে যায় তারা। তবে এটা কোনও দু’পেয়ে দুষ্কৃতীর কাজ নয়। খাবার চুরি করল চারপেয়ে দলমার দাঁতালের দল। আজ পুকুরিয়ার প্রনবানন্দ বিদ্যালয়ের পাঁচিল ভেঙে সমস্ত মিড ডে মিলের চাল খেয়ে পালায় হাতির দল ।
জঙ্গল লাগোয়া স্কুল গুলোকে চিহ্নিত করে সেখানকার খাবার লুঠ করছে এই হাতির দলটি। কখনো একলা অথবা কখনো দল বেঁধে এসে এই স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। আর এতেই চরম সমস্যায় পড়েছে স্কুলগুলো। রাতে হামলা চালানোয় সে অর্থে শুধুমাত্র চাল ডাল খাওয়া ছাড়া অন্য কোনও ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু হাতির দল যদি দিনের বেলায় খাবারের খোঁজে হানা দেয়, তাহলে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই সমস্ত স্কুলগুলোতে এমনই আশঙ্কা করছেন অভিবাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। এই মর্মে তাঁরা বনদফতরকে আরজি জানিয়েছেন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামার হুমকিও দিচ্ছেন গ্রামবাসীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Midday Meal