Howrah News: ধরাধামে বৃষ্টির আশায় পথে নামল একদল খুদে! বাঁকড়ায় ধুলোট উৎসব
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গরমের লম্বা ইনিংস দারুন ভাবে দেখা দিয়েছে বৃষ্টির ঘাটতি, আল্লাহ মেঘ দে পানি দে স্লোগানে বাঁকড়ায় ধুলোট উৎসবে সামিল শিশুরা।
হাওড়া: ধরাধামে জল নামাতে এবার একদল খুদে! বৈশাখে তীব্র তাপপ্রবাহ চলছে। গরমের প্রভাবে জ্বলছে এতেই নাভিশ্বাস প্রায় সকলের। সকাল থেকে কয়েক ঘন্টা পার হলেই অসহ্য দাবদাহ গরমের ঝলসানি। সকাল পার হলেই রাস্তায় বের হওয়া প্রায় দায়। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস তরফেও দু-এক দিনে জলের সবুজ সংকেত প্রায় অনিশ্চিত। আগামী সপ্তাহে মেঘ-বৃষ্টির দেখা মিলতে পারে। এদিকে লাগাতার গরমের চোখ রাঙানিকে দমন করতে প্রকৃতির কাছে বৃষ্টির আহ্বান।
এদিন প্রায় শতাধিক কচিকাঁচা ধূলোট উৎসবে মেতে উঠলো।সাধারণ ভাবে একসময় দেখা যেত গ্রামাঞ্চলের কৃষকরা আকাশ থেকে জল নামাতে বিভিন্ন পুজো অর্চনার পাশাপাশি ব্যাঙের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতেন আকাশ থেকে জল নামাতে। সেই দিক থেকে সর্বশক্তিমান এর কাছে আবেদন নিবেদনে বৃষ্টির আর্জি জানাচ্ছে কচিকাঁচারা। সূর্যের প্রখর রোদে কালঘাম ছুটছে মানুষের। একটানা গরমের লম্বা ইনিংস প্রায় এক মাস পেরিয়েছে বৃষ্টির দেখা নেই। আর এই তীব্র তাপপ্রবাহের ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে মানুষের। সেই দিক থেকে বাঁচাবার জন্য ডাক্তার বাবুরা পরামর্শ দিচ্ছেন বেশি পরিমাণে জল খেতে, সূর্যের তাপ যাতে সরাসরি শরীরে না পড়ে , হালকা পোশাক পড়তে । তবে সকল বঙ্গবাসীর একটাই চাহিদা বৃষ্টির ।
advertisement
advertisement
তেমনি বাঁকড়ার লস্কর পাড়ার একদল শিশু তীব্র দাবদাহ থেকে বাঁচাবার জন্য কাদা মাটি মেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন “আল্লা মেঘ দে পানি দে” । মনুষ্য দের হাতে সামান্য ক্ষমতা আর সেই ক্ষমতা যখন আর থাকেনা সর্বশেষ সেই একজনের কাছেই ভরসা করতে হয় সে হলো সর্বশক্তিমান ঈশ্বর । তাই বাঁকড়ার লস্কর পাড়ার খুদেরা কাদা মাটি গায়ে মেখে মুন্সী ডাঙ্গা, বাঁকড়া বাজার, সহ কয়েকটি এলাকায় ঘুরলেন। একই সঙ্গে সকল মানুষকে তাদের ঈশ্বরের কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনার বার্তা। কচিকাঁচাদের এই কর্মকাণ্ডে সামিল হলেন বেশ কিছু মানুষ। আসলে এভাবে আর কিছুদিন চলতে থাকলে ঘটতে পারে প্রাণ হানির মত ঘটনাও। তাই এই জীব কুল সুষ্ঠ ভাবে বেঁচে থাকতে হলে প্রয়োজন বৃষ্টি বা জল। এই বৃষ্টি হলে সকলেই বাঁচব। সেই কথা ভেবেই ছেলে বুড়ো ধুলোট উৎসবে মেতে উঠল বৃষ্টির কামনায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ধরাধামে বৃষ্টির আশায় পথে নামল একদল খুদে! বাঁকড়ায় ধুলোট উৎসব