Paschim Medinipur News: কৃষকের সুস্থতায় অভিন্ন প্রয়াস! মুদি ব্যবসায়ীর মানবিক উদ্যোগ অবাক করবে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Paschim Medinipur News: সম্পূর্ণ নিজের খরচে এবং নিজের উদ্যোগেই করেছেন ওআরএস বিলি। রোদে কাজ করার সময় তারা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সেই কারণে এই উদ্যোগ।
পশ্চিম মেদিনীপুর: কৃষক সমাজের অর্থনীতির মূল মেরুদণ্ড। রোদ, জল, ঝড়-বৃষ্টিতে যে কোনও অবস্থায় কৃষকেরা ফসল ফলালেই তবে সকলের খাদ্য সংস্থান হয়। তবে বর্তমানে প্রখর রোদ, গরমকে উপেক্ষা করে ধান কাটা এবং ধান শুকনোর কাজ করছেন কৃষকেরা। ভ্যাপসা গরমে, চড়া রোদেও তাদের এই কাজ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে যে কোনও মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। তবে তাদের দেখে এক মুদি ব্যবসায়ী যা করছেন জানলে অবাক হবেন। কৃষকদের কথা ভেবে নিজের খরচে করছেন এই কাজ। তার এই উদ্যোগ এবং ভাবনা চিন্তা অবাক করবে আপনাকে।
দিনের পর দিন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ছে রোদের তেজ। এমন অবস্থায়ও মাঠ থেকে ধান তুলে এনে রোদে শুকতে হচ্ছে। তবে তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তাই বেশ কয়েকদিন ধরে একাধিক মাঠে গিয়ে চাষিদের ওআরএস জল খাওয়ালেন এই মুদি ব্যবসায়ী। নিজের খরচে ওআরএস জল তৈরি করে তা বোতলে ভর্তি করে বিভিন্ন মাঠে গিয়ে কৃষকদের হাতে তুলে দেন। সম্পূর্ণ নিজের উদ্যোগেই তার এই ভাবনা।
advertisement
প্রসঙ্গত, কৃষি প্রধান জেলা পশ্চিম মেদিনীপুর। জেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। তবে চলতি মরশুমে চলছে ধান কাটার কাজ। স্বাভাবিকভাবে প্রখর রোদকে উপেক্ষা করে কাজ করতে হচ্ছে কৃষকদের। যে কোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। তবে সেই কৃষকেরা যাতে অসুস্থ না হয়ে পড়েন, তাই বিভিন্ন মাঠে গিয়ে তাদের ওআরএস জল দিলেন এই মুদি ব্যবসায়ী। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি এলাকার বাসিন্দা প্রশান্ত চন্দ। নিজের দোকান সামলানোর পাশাপাশি তিনি ওআরএস, নুন, লেবু জলে মিশিয়ে তা বোতলে ভর্তি করে বিভিন্ন মাঠে গিয়ে কৃষকদের দিয়েছেন। শুধু তাই নয়, কৃষকদের বার্তা দিয়েছেন রোদে কাজ করার সময়ে ওআরএস খাওয়ার। নিজের দোকানের লভ্যাংশ থেকে করছেন এই কাজ।
advertisement
advertisement
সম্পূর্ণ নিজের খরচে এবং নিজের উদ্যোগেই করেছেন ওআরএস বিলি। কৃষকরা সমাজের অর্থনৈতিক ভিতকে মজবুত করে। তাদের উৎপাদিত ফসলে সকলের পেটে অন্ন জোটে। তাই এই রোদে কাজ করার সময় তারা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সেই কারণে প্রশান্তবাবুর এই উদ্যোগ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: কৃষকের সুস্থতায় অভিন্ন প্রয়াস! মুদি ব্যবসায়ীর মানবিক উদ্যোগ অবাক করবে