Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ , ফাইনাল পরীক্ষার আগেই হবে শিক্ষার মান নির্ণয়!

Last Updated:

চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ , জানুন বিস্তারিত!

+
মাধ্যমিক

মাধ্যমিক মহড়া পুরুলিয়ায়

পুরুলিয়া : ছাত্র-ছাত্রীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা হল মাধ্যমিক। পড়ুয়াদের ভবিষ্যতের শিক্ষার মান নির্ণয় হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে। পড়ুয়াদের কাছে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য জেলায় শুরু হল মাধ্যমিক মহড়া। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে এই মহড়ার সূচনা হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরুলিয়া জেলার সদর শহর থেকে শুরু করে সমস্ত ব্লকের প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় যাতে ভাল নম্বর পায়, সেই লক্ষ্যে এই মহড়ার আয়জন।
এ বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, ২০২৫- সালে জেলার যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সারা জেলা ব্যাপী একটি মাধ্যমিক মহড়া পরীক্ষার বা মাধ্যমিক মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় জেলা ব্যাপী বিভিন্ন ব্লকে মোট ৫০-টি কেন্দ্রে ৫০০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই পরীক্ষা প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার হবে। আগামী চার সপ্তাহ ধরে চলবে এই মহড়া। এই পরীক্ষার পর শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের খাতা দেখবে। তারপর ছাত্র-ছাত্রীদের ডেকে তাদের ডাউট ক্লিয়ার করা হবে। কোথায় তাদের ভুল হচ্ছে সেগুলো সংশোধন করে দেওয়া হবে।
advertisement
এ বিষয়ে এক অভিভাবক রূপা বন্দ্যোপাধ্যায় বলেন, পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই ভাল। এতে পড়ুয়াদের অনেকটাই উপকার হবে। মূল পরীক্ষার আগে তারা যে বার বার এই মক টেস্ট গুলো দিচ্ছে এতে তাদের রেজাল্ট আরও ভাল হবে। এই উদ্যোগে আমি খুবই খুশি।
advertisement
এবিটিএ-র উদ্যোগে প্রতি বছরই এই মহড়া পরীক্ষা আয়োজিত হয়ে থাকে। এতে ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়। এ-বছরও এই মহড়ার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা খুবই উপকৃত হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ , ফাইনাল পরীক্ষার আগেই হবে শিক্ষার মান নির্ণয়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement