South 24 Parganas News: ট্রেন আসছে! আচমকা ঝাঁপ মারল দাদু-নাতনি... ভয়ঙ্কর সেই ছবি দেখলে শিউরে যাবেন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সূত্রের খবর অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রিজ পেরিয়ে দাদু ও নাতনি পায়ে হেঁটে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে নামখানার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রেলব্রিজের কাছে চলে আসে, তখনই দাদু ও নাতনি ট্রেন দেখতে পান।
কাকদ্বীপ: কাকদ্বীপে ট্রেন দেখে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল দাদু-নাতনি। তবে আহত হয়েছেন দু’জনেই। বর্তমানে তারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন সাধন দাস (৬০) ও দীপশিখা দেবনাথ (৬)। কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর শিবপুরে বাড়ি তাদের।
সূত্রের খবর অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রিজ পেরিয়ে দাদু ও নাতনি পায়ে হেঁটে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে নামখানার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রেলব্রিজের কাছে চলে আসে, তখনই দাদু ও নাতনি ট্রেন দেখতে পান। এরপর তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে লাফ দেন ব্রিজের উপর থেকে। রেলব্রিজের উপর থেকে কালনাগিনী নদীতে ঝাঁপ দেওয়ার পর সেই দৃশ্য ট্রেন থেকে ক্যামেরাবন্দি করেছেন যাত্রীরা। উপস্থিত বুদ্ধির জেরে তাঁরা প্রাণে বাঁচেন। নদীতে লাফ মারার পর স্থানীয়রা নদীতে নেমে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমান দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই সময় নদীতে ঝাঁপ না দিলে দুজনেই নিশ্চিত ট্রেনে কাটা পড়ত। এই ঘটনায় তাদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন সকলেই। আহতরা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ট্রেন আসছে! আচমকা ঝাঁপ মারল দাদু-নাতনি... ভয়ঙ্কর সেই ছবি দেখলে শিউরে যাবেন