South 24 Parganas News: যাতায়াতে নাজেহাল সাধারণ মানুষ! বেহাল রাস্তা সংস্করণে ২২ কোটি খরচের পরিকল্পনা

Last Updated:

South 24 Parganas News: বারুইপুর পশ্চিম বিধানসভায় গ্রামীণ ও পুরসভা এলাকার প্রায় ৩৭টি রাস্তা সংস্কারের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড এবং বারুইপুর ব্লকের দশটি পঞ্চায়েতের অধীন যে সব রাস্তা বেহাল, সেগুলি সংস্কার করা হবে। ইতিমধ্যেই এলাকায় গিয়ে পূর্ত দফতরের সার্ভের কাজ শুরু করেছে বলে প্রশাসন সূত্রে খবর। ২০ থেকে ২২ কোটি টাকায় বারুইপুর পশ্চিম বিধানসভায় গ্রামীণ এবং পুরসভা এলাকার প্রায় ৩৭টি রাস্তা সংস্কারের পরিকল্পনা করা হয়েছে, জানালেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী বিধানসভা ভোটের আগেই সমস্ত কাজ সম্পূর্ণ হবে। দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর পশ্চিম বিধানসভার ধপধপি দু’নম্বর পঞ্চায়েত, শঙ্করপুর এক এবং দুই নম্বর পঞ্চায়েতের বেশ কিছু রাস্তার অবস্থা বেহাল।
একই অবস্থা কল্যাণপুর, শিখরবালি এক, শিখরবালি দুই নম্বর পঞ্চায়েত, মল্লিকপুর পঞ্চায়েত এলাকাতেও। পাশাপাশি, বারুইপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার অবস্থাও খারাপ। অবিলম্বে এই রাস্তাগুলি সংস্কারের জন্য উদ্যোগী হয়েছেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে দশটি পঞ্চায়েতের প্রধানের কাছে এলাকায় যে সব রাস্তা খারাপ আছে, তার তালিকা জমা দিতে বলেছিলেন বিধায়ক। বারুইপুর পঞ্চায়েত সমিতির কাছেও অনেকে বেহাল রাস্তার কথা জানিয়েছিলেন।
advertisement
advertisement
বাসিন্দারা জানিয়েছেন, অনেক জায়গাতেই রাস্তার অবস্থা খুব খারাপ। কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও ইট উঠে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। সমস্যার কথা স্থানীয় বিধায়কের কাছেও জানানো হয়েছিল। ফলে যত দ্রুত সমস্যার সমাধান করা যায়, তার চেষ্টা চলছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: যাতায়াতে নাজেহাল সাধারণ মানুষ! বেহাল রাস্তা সংস্করণে ২২ কোটি খরচের পরিকল্পনা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement