দেরিতে আসা অভ্যাস, জবা ফুল পেলেন প্রধান শিক্ষক! 'গান্ধিগিরি'র ভঙ্গিমায় প্রতিবাদ অভিভাবকদের
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
পড়ুয়াদের সামনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা।
গোসাবা, দক্ষিণ ২৪ পরগণা, অনুপ বিশ্বাস : বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসেন নিজের সময় মতো। এছাড়াও তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। দিনদশেক আগে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছিল। আর এবার সেই প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষককে জবা ফুল দিয়ে গান্ধিগিরি তৃণমূল নেতার। গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের দয়াপুর পি সি সেন হাইস্কুলের ঘটনা।
জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল সহ অন্য অভিভাবকরা হাতে জবা ফুল নিয়ে বিদ্যালয়ে হাজির হন। তারপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ সরদার সহ অন্য শিক্ষকদের হাতে সেই ফুল তুলে দেন। কার্যত গান্ধিগিরি’র ভঙ্গিতে তাঁদের দেরিতে আসার প্রতিবাদ করেন তাঁরা।
advertisement
advertisement
এই ঘটনার ফলে পড়ুয়াদের সামনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা। অভিভাবকদের একাংশের অভিযোগ, শিক্ষকদের দেরি করে বিদ্যালয়ে আসা কার্যত অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়াও স্কুলে নানা ধরনের অভিযোগ উঠছে। এর ফলে পড়ুয়াদের কাছে সঠিক বার্তা যাচ্ছে না। তাই অহিংস পথেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন : চার কোটি টাকার জলপ্রকল্প দীর্ঘদিন হিমঘরে! কিন্তু আর নয়, মাঠে নামল মহকুমা পরিষদ
অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ সরদার। তিনি দাবি করেছেন, এই ঘটনা আসলে চক্রান্ত। লোক দেখানোর জন্য নাটক করা হয়েছে। তবে বর্তমানে স্থানীয় অভিভাবকরা চাইছেন, বিদ্যালয়ের গুণগত মান অক্ষুণ থাকুক। স্বাভাবিকভাবে চলুক পঠনপাঠন। যদি শিক্ষকরা অনিয়ম করছেন, তাহলে প্রশাসন সেই বিষয়ে নজর দিক, এমনও দাবি করেছেন বেশ কিছু অভিভাবক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 9:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেরিতে আসা অভ্যাস, জবা ফুল পেলেন প্রধান শিক্ষক! 'গান্ধিগিরি'র ভঙ্গিমায় প্রতিবাদ অভিভাবকদের