দারুণ খুশির খবর যাত্রীদের জন্য! সোমবার থেকে এই রুটে ৭২টি মেট্রো চলবে! বাড়ছে সময়সীমাও

Last Updated:

আগের চেয়ে অনেক বেশি মেট্রো রেল চলবে এবার! শেষ মেট্রোর সময় বাড়ছে এই রুটে। জেনে নিন।

ফের মেট্রো বাড়ছে জোকা-মাঝেরহাট রুটে
ফের মেট্রো বাড়ছে জোকা-মাঝেরহাট রুটে
সোমবার থেকে ওই রুটে মোট ৭২টি মেট্রো চলবে। আপ এবং ডাউনে ৩৬টি করে মেট্রো চলবে। এতদিন ওই রুটে আপ এবং ডাউনে ৩১টি করে মোট ৬২টি মেট্রো চলে। বাড়ছে পরিষেবার সময়সীমাও। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়। জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। জোকা এবং মাঝেরহাট থেকে শেষ মেট্রো এতদিন রাত ৮টায় ছাড়ত।
সোমবার থেকে আপ এবং ডাউন দু’দিকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে।আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে মোট ৭২টি মেট্রো পাওয়া যাবে। তার ফলে খুশি যাত্রীরা। বাস, অটো আর ট্যাক্সির চেয়ে দ্রুত কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন তারা। যদিও দিনের বেশির ভাগ সময় এই রুটে মেট্রোয় যাত্রী হয় না বলেই অভিযোগ।বর্তমানে ২৪ মিনিট অন্তর মেট্রো চলে। এবার থেকে সেটা কমে ২১ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
মাঝেরহাটের দিক থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং জোকার দিক থেকে সকাল ৮টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। এক্ষেত্রে সময়ের কোনও বদল হচ্ছে না। শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ। এতদিন পর্যন্ত এই লাইনের শেষ মেট্রো ছাড়ত রাত ৮টা নাগাদ। মাঝেরহাট থেকে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ছাড়বে। যা এতদিন রাত ৮টা নাগাদ ছাড়ত। তবে শনিবার এবং রবিবার পুরনো নিয়ম অনুযায়ী মেট্রো বন্ধ থাকবে এই পার্পল লাইনে।
advertisement
জোকা বা বিষ্ণুপুর এই অংশে প্রচুর মানুষ আছেন যারা মেট্রো ধরে দ্রুত মাঝেরহাট চলে আসবেন। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদহ বা বালিগঞ্জ বা অন্যত্র যেতে পারবেন।এই অংশে মেট্রোর যাতায়াতকারী অর্চিতা মুখার্জি জানাচ্ছেন, মেট্রোয় যাতায়াত সব সময়েই সহজ। সময় মতো যাত্রীদের চাহিদা বুঝে চালালে মানুষের সুবিধা হবে। অপর যাত্রী নির্মাল্য বসু জানিয়েছেন, রাতের দিকে মেট্রো বাড়ার ফলে সুবিধা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দারুণ খুশির খবর যাত্রীদের জন্য! সোমবার থেকে এই রুটে ৭২টি মেট্রো চলবে! বাড়ছে সময়সীমাও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement