Howrah Bus Route: বিরাট খুশির খবর হাওড়াবাসীর, মৌরিগ্রাম থেকে রাজাবাজার নতুন বাসরুট পেলেন সকলে

Last Updated:

কোথাও বাসের সংখ্যা কম হওয়ায় সময় ও খরচ বেশি হয়েছে মানুষের। এবার সাধারণ যাত্রীদের দিক গুরুত্ব রেখে নতুন করে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য পরিবহণ বিভাগের পক্ষ থেকে।

নতুন বাস রুট
নতুন বাস রুট
হাওড়া: মৌরিগ্রাম-রাজাবাজার নতুন বাস রুট হাওড়ায়! স্থানীয় মানুষের দীর্ঘদিনের আবেদন বাস্তবায়িত হল। এই নতুন রুট চালু হওয়ায় একাংশের যাত্রীদের মধ্যে দারুন সুবিধা। লকডাউন পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থায় দারুণভাবে প্রভাব ফেলে। একটানা বেশ কিছুদিন পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় দারুন প্রভাব পড়ে বাস চলাচলে। নিষেধাজ্ঞা ওঠার পর বাস চলাচল স্বাভাবিক হলেও সেভাবে যাত্রী মেলেনি।
সরকারি বাস পরিষেবার পাশাপাশি বেসরকারি কোম্পানি গুলিকেও সরকারি সহযোগিতা করে বাস চালানোর উদ্যোগ নেওয়া হয় রাজ্যে। তারপরও দেখা গেছে বহু রুটে বাসের সংখ্যা ক্রমশ কমেছে কয়েক বছরে। এর ফলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে যাত্রী ভোগান্তির ছবি উঠে আসে। কোথাও বাসের সংখ্যা কম হওয়ায় সময় ও খরচ বেশি হয়েছে মানুষের। এবার সাধারণ যাত্রীদের দিক গুরুত্ব রেখে নতুন করে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য পরিবহণ বিভাগের পক্ষ থেকে।
advertisement
advertisement
বেসরকারি বাঁশের পাশাপাশি বিভিন্ন স্থানের সরকারি বাস রুট চালু করা হয়েছে নতুন করে। এবার সেই মত পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের পক্ষ থেকে হাওড়ার মৌরিগ্রাম থেকে রাজাবাজার পর্যন্ত একটি নতুন বাস রুটের সূচনা হয়।
advertisement
মৌড়িগ্রাম স্টেশন থেকে চালু হল এক নতুন সরকারি বাস রুট। এই নতুন রুট নম্বর টি ১৬। এই রুটে মৌড়িগ্রাম থেকে রাজাবাজার এবং রাজাবাজার থেকে মৌরিগ্রাম বাস চলাচল করবে। এই দুই গন্তব্যের মাঝে চুনাভাটি, বকুলতলা, দানেশ শেখ লেন, দ্বিতীয় হুগলী সেতু, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, ধর্মতলা, শিয়ালদহ বলে জানা গেছে। এই বাস রুট চালু হওয়ায় খুশি বাস যাত্রীরা।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bus Route: বিরাট খুশির খবর হাওড়াবাসীর, মৌরিগ্রাম থেকে রাজাবাজার নতুন বাসরুট পেলেন সকলে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement