Howrah Bus Route: বিরাট খুশির খবর হাওড়াবাসীর, মৌরিগ্রাম থেকে রাজাবাজার নতুন বাসরুট পেলেন সকলে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
কোথাও বাসের সংখ্যা কম হওয়ায় সময় ও খরচ বেশি হয়েছে মানুষের। এবার সাধারণ যাত্রীদের দিক গুরুত্ব রেখে নতুন করে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য পরিবহণ বিভাগের পক্ষ থেকে।
হাওড়া: মৌরিগ্রাম-রাজাবাজার নতুন বাস রুট হাওড়ায়! স্থানীয় মানুষের দীর্ঘদিনের আবেদন বাস্তবায়িত হল। এই নতুন রুট চালু হওয়ায় একাংশের যাত্রীদের মধ্যে দারুন সুবিধা। লকডাউন পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থায় দারুণভাবে প্রভাব ফেলে। একটানা বেশ কিছুদিন পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় দারুন প্রভাব পড়ে বাস চলাচলে। নিষেধাজ্ঞা ওঠার পর বাস চলাচল স্বাভাবিক হলেও সেভাবে যাত্রী মেলেনি।
সরকারি বাস পরিষেবার পাশাপাশি বেসরকারি কোম্পানি গুলিকেও সরকারি সহযোগিতা করে বাস চালানোর উদ্যোগ নেওয়া হয় রাজ্যে। তারপরও দেখা গেছে বহু রুটে বাসের সংখ্যা ক্রমশ কমেছে কয়েক বছরে। এর ফলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে যাত্রী ভোগান্তির ছবি উঠে আসে। কোথাও বাসের সংখ্যা কম হওয়ায় সময় ও খরচ বেশি হয়েছে মানুষের। এবার সাধারণ যাত্রীদের দিক গুরুত্ব রেখে নতুন করে বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য পরিবহণ বিভাগের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন ২ বারে স্বাদ মেটেনি! ৬০ পা দেওয়ার আগে আবারও একবার আমিরের বিয়ে, হাঁটুর বয়সী পাত্রী সবার চেনা
advertisement
বেসরকারি বাঁশের পাশাপাশি বিভিন্ন স্থানের সরকারি বাস রুট চালু করা হয়েছে নতুন করে। এবার সেই মত পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের পক্ষ থেকে হাওড়ার মৌরিগ্রাম থেকে রাজাবাজার পর্যন্ত একটি নতুন বাস রুটের সূচনা হয়।
advertisement
আরও পড়ুন২ বারে স্বাদ মেটেনি! ৬০ পা দেওয়ার আগে আবারও একবার আমিরের বিয়ে, হাঁটুর বয়সী পাত্রী সবার চেনা
মৌড়িগ্রাম স্টেশন থেকে চালু হল এক নতুন সরকারি বাস রুট। এই নতুন রুট নম্বর টি ১৬। এই রুটে মৌড়িগ্রাম থেকে রাজাবাজার এবং রাজাবাজার থেকে মৌরিগ্রাম বাস চলাচল করবে। এই দুই গন্তব্যের মাঝে চুনাভাটি, বকুলতলা, দানেশ শেখ লেন, দ্বিতীয় হুগলী সেতু, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, ধর্মতলা, শিয়ালদহ বলে জানা গেছে। এই বাস রুট চালু হওয়ায় খুশি বাস যাত্রীরা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2025 9:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bus Route: বিরাট খুশির খবর হাওড়াবাসীর, মৌরিগ্রাম থেকে রাজাবাজার নতুন বাসরুট পেলেন সকলে








