ভরা রাস্তায় সোনার হার ধরে টান! উৎসবের মরশুমে শহরে দুঃসাহসিক ছিনতাই, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি

Last Updated:

Gold Chain Snatched: এক বয়স্ক মহিলার গলা থেকে চলন্ত বাইকে আসা দুষ্কৃতী সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনা ধরা পড়েছে। উৎসবের মরশুমে এমন দুঃসাহসিক ছিনতাইয়ে সিউড়িতে চাঞ্চল্য।

+
সিউড়িতে

সিউড়িতে সোনার হার ছিনতাই

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ পুজোর আবহে ফের চাঞ্চল্যকর ছিনতাই। বুধবার রাত সাড়ে আটটার কিছু পরে সুভাষপল্লী এলাকায় এক বয়স্ক মহিলার গলা থেকে চলন্ত বাইকে আসা দুষ্কৃতী সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বীরভূমের সিউড়িতে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলার নাম প্রভাতী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, বুধবার রাত প্রায় ৮:৪৪ থেকে ৮:৪৬ মিনিটের মধ্যে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। সুভাষপল্লী এলাকার গলিপথে একদিকে সাইকেল আরোহী, অন্যদিকে পিছন থেকে একটি বাইক আসছিল। দম্পতি রাস্তার পাশে সিঁড়ির ধাপে সরে দাঁড়াতেই বাইকটি হঠাৎ কাছে এসে প্রভাতীদেবীর গলা থেকে সোনার হার ছিঁড়ে দ্রুত স্টেশন রোডের দিকে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে হোর্ডিং নিয়ে তরজা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, পাল্টা দিলেন BJP বিধায়ক অগ্নিমিত্রা
প্রভাতীদেবীর কথায়, “আমি চোর চোর বলে চিৎকার করি, কিন্তু মুহূর্তের মধ্যে সে চোখের আড়াল হয়ে যায়।” ঘটনার পরেই সিউড়ি থানায় খবর দেওয়া হয়। রাতেই পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে রিপোর্ট নিলেও এখনও এফআইআর দায়ের হয়নি। প্রভাতীদেবীর পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসবের মরশুমে এমন দুঃসাহসিক ছিনতাইয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সিউড়ি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীর সন্ধান শুরু হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা রাস্তায় সোনার হার ধরে টান! উৎসবের মরশুমে শহরে দুঃসাহসিক ছিনতাই, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement