কমছে মেটাল-ফাইবারের ট্রফি, মেমেন্টোর চাহিদা! অঢেল সুবিধার কারণেই অন্যদের পিছনে ফেলে দিচ্ছে কাঁচ

Last Updated:

মেটাল ও ফাইবারকে পিছনে ফেলে কাঁচের ট্রফি, মেমেন্টোর জনপ্রিয়তা তুঙ্গে হাওড়ার বাজারে! কয়েক বছর আগেও মেটাল ট্রফি ও মেমেন্টো ছাড়া অন্য কিছু ভাবা যেত না।

+
কাঁচের

কাঁচের ট্রফি ও মেমেন্টো

হাওড়া, রাকেশ মাইতি: মেটাল ও ফাইবারকে পিছনে ফেলে কাঁচের ট্রফি, মেমেন্টোর জনপ্রিয়তা তুঙ্গে হাওড়ার বাজারে! কয়েক বছর আগেও মেটাল ট্রফি ও মেমেন্টো ছাড়া অন্য কিছু ভাবা যেত না। এরপর বাজার দখল করে ফাইবার ট্রফি ও মেমেন্টো। এবার মেটাল ও ফাইবার ট্রফি মেমেন্টো হতে চলেছে অতীত, এবার আরও আকর্ষণীয় কাঁচের তৈরি ট্রফি ও মেমেন্ট।
কাঁচের ট্রফি ও মেমেন্ট কোনওরকম যত্ন ছাড়াই উজ্জ্বল হয়ে থাকে বছরের পর বছর। সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে মেটাল ও ফাইবারের জিনিস। যে কারণে বর্তমান সময়ে মেটাল ও ফাইবার জিনিসের পরিবর্তে কাঁচের কফি ও মেমেন্টোর চাহিদা বাড়ছে। এই জিনিস চাহিদা বাড়ার অন্যতম কারণ মূল্যের দিক থেকে অনেকটা সাশ্রয়ী।
advertisement
advertisement
৪-৬ ইঞ্চি থেকে শুরু করে এক-দুই ফুট উচ্চতার কাঁচের তৈরি ট্রফি ও মেমেন্টোর দারুণ চাহিদা রয়েছে বাজারে। আরও বেশি আকর্ষণীয় দিক হল ক্রেতার চাহিদা মতো কাস্টমাইজড করে দিচ্ছেন বিক্রেতা বা প্রস্তুতকারক। প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক মঞ্চে দিনে দিনে চাহিদা বাড়ছে এই কাঁচের তৈরি জিনিসের। দেখতে দারুণ আকর্ষণীয়, এর দাম মাত্র ৮০-১০০ টাকা থেকে শুরু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে প্রস্তুতকারক সৌম্যতনু মুখার্জি জানান, ক্রমশ চাহিদা বাড়ছে কাঁচের তৈরি ট্রফি ও মেমেন্টো। বিভিন্ন খেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রফি তৈরি হচ্ছে ফলে খুব সহজেই মানুষের মন আকৃষ্ট করছে। তিনি আরও জানান, গত কয়েক বছরে এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হাওড়া টু চ্যাটার্জিহাট সংলগ্ন বাজারে গত কয়েক বছর যাবত এই ট্রফির চাহিদা রয়েছে। যত সময় যাচ্ছে তত চাহিদা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কমছে মেটাল-ফাইবারের ট্রফি, মেমেন্টোর চাহিদা! অঢেল সুবিধার কারণেই অন্যদের পিছনে ফেলে দিচ্ছে কাঁচ
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement