#পলাশিপাড়া: অবশেষে বাড়ি ফিরল মুম্বইয়ে পাচার হওয়া নদিয়ার পলাশিপাড়ার কিশোরী। আজ ভোরে পলাশীপাড়া থানার পুলিশ তাকে নিয়ে পলাশিপাড়ায় পৌঁছয়। একইসঙ্গে মূল অভিযুক্ত সুভান শেখকেও পুলিশ মুম্বই থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে। ওই কিশোরী ও সুভান শেখকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। পাশাপাশি, অভিযুক্ত সুভান শেখকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ছোট থেকেই শাহরুখ খানের ভক্ত ছিল ওই কিশোরী, স্বপ্ন ছিল শাহরুখ খানের সঙ্গে দেখা করার। এরপরই ফেসবুকে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় মুম্বইয়ের সুভান শেখের। অভিযোগ, ওই ব্যক্তি শাহরুখ খানের সাথে দেখা করিয়ে দেওয়ার পাশাপাশি মুম্বইয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব পেয়ে অভিযুক্তের সঙ্গে বাড়ি ছেড়ে সুদূর মুম্বাইয়ে পাড়ি দেয় কিশোরী।
কিশোরীর পরিবারের দাবি, গত ১৫ জুলাই গৃহ শিক্ষকের কাছে পড়তে যায় ওই কিশোরী। তারপর সে আর বাড়ি ফেরেনি।। এরপরই পরিবারের পক্ষ থেকে পলাশিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পলাশিপাড়া থানার পুলিশ। এরপরই মুম্বই থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অবশেষে আজ পলাশিপাড়া থানার পুলিশের চেষ্টায় বাড়ি ফিরল ওই কিশোরী।
তথ্যঃ সমীর রুদ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Women Trafficking