Home /News /south-bengal /

মায়ের সঙ্গে মোবাইল নিয়ে বচসার জেরে আত্মঘাতী মেয়ে

মায়ের সঙ্গে মোবাইল নিয়ে বচসার জেরে আত্মঘাতী মেয়ে

মোবাইল নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ৷ সেই ঝামেলার জেরে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কিশোরী। মৃতার নাম সবিতা নস্কর(১৬)।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ক্যানিং: মোবাইল নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ৷ সেই ঝামেলার জেরে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কিশোরী। মৃতার নাম সবিতা নস্কর(১৬)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার দক্ষিণ রেদোখালি গ্রামে।

  বুধবার রাতে সবিতার মা ষষ্ঠী নস্করের হাত থেকে পরে ভেঙে যায় একটি মোবাইল। তৎক্ষণাৎ সেই মোবাইল কিনে দিতে হবে বলে মায়ের সাথে গণ্ডগোল শুরু হয়ে যায় সবিতার। মা সেই দাবী পূরণ করতে অসম্মত হলে ক্ষুব্ধ কিশোরী রাতেই নিজের ঘরে বিষ খায়।

  বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় অচৈতন্য কিশোরীকে ৷ পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় সবিতার। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।

  First published:

  Tags: Girl Suicide, Girl Suicide For Mobile phone, Minor Girl Suicide

  পরবর্তী খবর