#বাসন্তী: প্রেমিককে বাড়িতে ডেকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কালীপদ মোড় এলাকায়৷ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
যুবকের বাড়ির লোকের অভিযোগ, শনিবার রাতে আমিরুল মোল্লাকে ডেকে পাঠায় তাঁর প্রেমিকা৷ আমরুল বাড়িতে গেলে কোনও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় যুবতী৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমিরুল৷ এই ঘটনায় বাসন্তী থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
আরও ভিডিও: বিষ খেয়ে হাসপাতালে যুবক, দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।