এগিয়ে বাংলা: ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল, উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা
Last Updated:
#ঘাটাল: নার্সিংহোম নয়, সরকারি হাসপাতালকেই আধুনিক চিকিত্সার জন্য বেছে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দারা৷ ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বেশি সংখ্যায় বেড, উন্নত পরিষেবা, ওটি, আউটডোর-ইনডোর-সহ একাধিক সুবিধা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সব থেকে নীচু এলাকা হল ঘাটাল৷ প্রায় প্রতি বছরই বর্ষাকালে কম বেশি প্লাবিত হয় ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুর সহ মহকুমার একাধিক এলাকা৷ সাপে কাটা রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, সকলকেই ভরসা করতে হত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর৷ রাজ্যে পরিবর্তনের পর ঘাটালে চিকিত্সা ব্যবস্থার অনুন্নয়নের দিন ঘুচেছে। ২০১৪ সালের ৮ জানুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেন তিনি৷ ঘাটালবাসীরা কখনও ভাবেননি যে হাতের কাছেই মিলবে উন্নত চিকিৎসা।
advertisement
সুপার স্পেশালিটি হাসপাতালে আছেন বিশেষজ্ঞ চিকিত্সক এবং নার্স৷ প্রচুর ওষুধ মজুত আছে হাসপাতালে। ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন রোগীরা। রয়েছে সুলভ শৌচালয়। রোগীর পরিজনদের থাকার জন্য একটি ভবন তৈরির কাজ চলছে৷ সিটি স্ক্যান,ডায়ালিসিস ও মিল্ক পার্লারের ব্যবস্থা দ্রুত চালু করা হবে৷
advertisement
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল
----------------------------------
- সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৫০টি বেড
advertisement
- ইনডোর ও আউটডোর চিকিত্সার সুবিধা
- উন্নত ল্যাবে রক্ত ও অন্য পরীক্ষার ব্যবস্থা
- এইচডিইউ, এসএনসিইউ, ল্যাপরোস্কোপি
- মর্ডান লেবার রুম, ৬ টি অপারেশন থিয়েটার
ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরেই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। পুরনো হাসপাতালেও চিকিৎসা চলছে। একইসঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উন্নত সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘাটালের মানুষেরা তো বটেই, আরামবাগ ও হুগলির বাসিন্দারাও আসছেন চিকিৎসা করাতে। রোগভোগের ভয় িমটেছে ঘাটালের বাসিন্দাদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2018 10:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এগিয়ে বাংলা: ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল, উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা