এগিয়ে বাংলা: ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল, উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা

Last Updated:
#ঘাটাল: নার্সিংহোম নয়, সরকারি হাসপাতালকেই আধুনিক চিকিত্সার জন্য বেছে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দারা৷ ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বেশি সংখ্যায় বেড, উন্নত পরিষেবা, ওটি, আউটডোর-ইনডোর-সহ একাধিক সুবিধা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সব থেকে নীচু এলাকা হল ঘাটাল৷ প্রায় প্রতি বছরই বর্ষাকালে কম বেশি প্লাবিত হয় ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুর সহ মহকুমার একাধিক এলাকা৷ সাপে কাটা রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, সকলকেই ভরসা করতে হত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর৷ রাজ্যে পরিবর্তনের পর ঘাটালে চিকিত্সা ব্যবস্থার অনুন্নয়নের দিন ঘুচেছে। ২০১৪ সালের ৮ জানুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেন তিনি৷ ঘাটালবাসীরা কখনও ভাবেননি যে হাতের কাছেই মিলবে উন্নত চিকিৎসা।
advertisement
সুপার স্পেশালিটি হাসপাতালে আছেন বিশেষজ্ঞ চিকিত্সক এবং নার্স৷ প্রচুর ওষুধ মজুত আছে হাসপাতালে। ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন রোগীরা। রয়েছে সুলভ শৌচালয়। রোগীর পরিজনদের থাকার জন্য একটি ভবন তৈরির কাজ চলছে৷ সিটি স্ক্যান,ডায়ালিসিস ও মিল্ক পার্লারের ব্যবস্থা দ্রুত চালু করা হবে৷
advertisement
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল
----------------------------------
- সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৫০টি বেড
advertisement
- ইনডোর ও আউটডোর চিকিত্সার সুবিধা
- উন্নত ল্যাবে রক্ত ও অন্য পরীক্ষার ব্যবস্থা
- এইচডিইউ, এসএনসিইউ, ল্যাপরোস্কোপি
- মর্ডান লেবার রুম, ৬ টি অপারেশন থিয়েটার
ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরেই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। পুরনো হাসপাতালেও চিকিৎসা চলছে। একইসঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উন্নত সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘাটালের মানুষেরা তো বটেই, আরামবাগ ও হুগলির বাসিন্দারাও আসছেন চিকিৎসা করাতে। রোগভোগের ভয় িমটেছে ঘাটালের বাসিন্দাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এগিয়ে বাংলা: ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল, উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বাসিন্দারা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement