Gas Cylinder: গ্যাসে রান্না করেন? সিলিন্ডার চেঞ্জ করার এই ভুল করেন না তো? বাঁকুড়ায় যা ঘটল, আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gas Cylinder: স্থানীয় ভাবে জানা গিয়েছে, সোমবার সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায়।
বিষ্ণুপুর: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগল ঘরে। পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের তিনজন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়।
স্থানীয় ভাবে জানা গিয়েছে, সোমবার সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায়। রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করেন তিনি। নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকা সিলিন্ডারের মুখে আগুন লেগে যায়।
advertisement
advertisement
বিষয়টি নজরে আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় ছেলে ও ভাইপোকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা। প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বলার পর রান্নাঘরের মধ্যেই আচমকা সশব্দে সিলিন্ডারটি ফেটে যায়।
আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী। রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের। ক্ষতিগ্রস্থ গৃহস্থের দাবি, আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিভে যাওয়ার পর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gas Cylinder: গ্যাসে রান্না করেন? সিলিন্ডার চেঞ্জ করার এই ভুল করেন না তো? বাঁকুড়ায় যা ঘটল, আঁতকে উঠবেন