Gas Cylinder Blast: হচ্ছিল রাতের খাবার তৈরি, হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়, বীভৎস আওয়াজে ফাটল

Last Updated:

Gas Cylinder Blast: মুর্শিদাবাদে হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন।

সাগরদিঘীতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত ১০
সাগরদিঘীতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত ১০
সাগরদিঘী: মুর্শিদাবাদে হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিকাণ্ডের জেরে অগ্নিদগ্ধ হল ১০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘীতে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার রাতে সাগরদিঘীর বেলসন্ডা এলাকায় রাতের রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় এক গৃহস্থের বাড়িতে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পরিবারের সদস্যরা ও গ্রামের কিছু যুবক ছুটে আসে। কিন্তু আগুনের গতি বেশি থাকার কারণেই নিমেষের মধ্যে আগুনের ছড়িয়ে পড়ে। আর তখনই বাড়ির মধ্যে থাকা আর একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাড়ির চালে উঠেছিলেন তিন জন যুবক।
advertisement
advertisement
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন যুবক সহ পরিবারের ৭জন সদস্য অগ্নিদগ্ধ হন। আহত হন মোট ১০ জন। গুরুতর আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রোহিত দাস, তন্ময় দাস এবং চন্ডী দাসকে প্রথমে সাগরদিঘী ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘীর বিডিও সঞ্জয় সিকদার ও ওসি অভিজিৎ সরকার।
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাছ রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গ্রামের কিছু যুবক ও পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়। যদিও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gas Cylinder Blast: হচ্ছিল রাতের খাবার তৈরি, হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়, বীভৎস আওয়াজে ফাটল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement