Garbage Collection: এবার থেকে রাতেও বাজবে হুইসেল! পুরসভার নতুন পরিকল্পনা

Last Updated:

Garbage Collection: অশোকনগর-কল্যাণগড় পুর এলাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে রাত্রিকালীন ময়লা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হল পুরসভার তরফে। রাতে এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলি থেকে এবার আবর্জনা সংগ্রহ করবে পুরকর্মীরা

+
বিশেষ

বিশেষ পৌর পরিষেবা

উত্তর ২৪ পরগনা: এবার থেকে রাতেও বাজবে হুইসেল, এলাকায় থাকবে না আর কোনও ময়লা। অশোকনগর-কল্যাণগড় পুরসভার তরফে ঘোষণা করা হয়েছে এমন‌ই এক পরিষেবার কথা। শুধু ঘোষণাই নয়, রাতে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও দেখা মিলছে পুর কর্মীদের।
সকালে হুইসেল বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল ময়লা নেওয়ার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। তবে বাড়ির ময়লা পরিষ্কার হলেও, বাজার ও রাস্তার ধারে নানা প্রান্তে ময়লার স্তূপ লক্ষ্য করা যেত। তাই এবার অশোকনগর-কল্যাণগড় পুর এলাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে রাত্রিকালীন ময়লা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হল পুরসভার তরফে। রাতে এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলি থেকে এবার আবর্জনা সংগ্রহ করবে পুরকর্মীরা।
advertisement
advertisement
সকালে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হলেও বিকেলের পর থেকে মূলত স্থানীয় বাজার, হোটেল, রেস্তোরাঁ-সহ মিষ্টির দোকান এবং ফাস্টফুড সেন্টারগুলিতে ক্রেতাদের ভিড় হয়। ফলে ওই সব দোকানগুলির আবর্জনার পরিমাণ বাড়তে থাকে। তাই পুর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের নির্দেশ মেনে বাজার থেকে রাত্রিকালীন আবর্জনা সংগ্রহ পরিষেবা চালু করল পুরসভা। এদিন অশোকনগরের কচুয়া মোড়, স্টেশন বাজার সহ বিভিন্ন জায়গায় দেখা মিলল এই আবর্জনার পরিষ্কারের কাজ করতে। উপস্থিত ছিলেন স্বয়ং পুরপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পাশাপাশি যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা হলে ৫০০ থেকে ৫০০০ টাকা অব্দি জরিমানা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
এই সুবিধার ফলে অশোকনগর যেমন একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেমনই বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও কিছুটা লাগাম টানা সম্ভব হবে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Garbage Collection: এবার থেকে রাতেও বাজবে হুইসেল! পুরসভার নতুন পরিকল্পনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement