Gangasagar Mela 2026: ৭৫% প্রস্তুতি সম্পন্ন, ভাঙন রুখে সাগর মেলায় নতুন স্নানঘাট তৈরির দৌড়

Last Updated:

বড়দিনের আগেই এবার শেষ হতে চলেছে সাগর মেলার প্রস্তুতি। মেলার প্রস্তুতির কাজ ইতিমধ্যে ৭৫ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে জোর কদমে চলছে ছই ও দরমা দিয়ে অস্থায়ী ঘর তৈরীর কাজ। 

+
কপিলমুনি

কপিলমুনি আশ্রম

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বড়দিনের আগেই এবার শেষ হতে চলেছে সাগর মেলার প্রস্তুতি। মেলার প্রস্তুতির কাজ ইতিমধ্যে ৭৫ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে জোর কদমে চলছে ছই ও দরমা দিয়ে অস্থায়ী ঘর তৈরির কাজ।
২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হবে মাসখানেক পর। তার আগেই কপিলমুনির মন্দিরের সামনে ভাঙনে বিধ্বস্ত সমুদ্রতট মেরামত করে নতুন স্নানঘাট তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেচ দফতর সূত্রে খবর, প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে আপৎকালীন এই ঘাট মেরামতির কাজ করছে দফতর।প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত প্রস্তুতির কাজ সেরা ফেলা।
advertisement
আরও পড়ুনঃ অনুষ্কার সঙ্গে অভিষেক, এখন বলিউডের প্রথম সারিতে! রণবীর সিংকে একসময় ফিরিয়ে দিয়েছিলেন এই বিখ্যাত পরিচালক!
জানা গিয়েছে, দু’নম্বর রাস্তার সোজা বাঁধে টেট্রাপড থাকার কারণে পুণ্যার্থীরা সাগরের জলে নামতে সমস্যায় পড়ছিলেন। সেজন্য তিন ও চার নম্বর রাস্তার দিকে ইট ভেঙে বোল্ডার ফেলে ঢেউ আটকানোর চেষ্টা করা হয়েছে।
advertisement
advertisement
পাঁচ নম্বর রাস্তার কাছে ভাঙন অনেকটাই আটকানো গিয়েছে। ইতিমধ্যে প্রাশাসনিক কর্তাব্যক্তিরা সাগরে আসতে শুরু করেছেন। প্রথমে নামখানা-বেণুবন পয়েন্টে মুড়িগঙ্গা নদীতে ড্রেজ়িং ও অস্থায়ী জেটিঘাট পরিদর্শন করেছেন তাঁরা।
লট নম্বর আট, কচুবেড়িয়া ও চেমাগুড়িতে অস্থায়ী জেটিঘাট তৈরির কাজ চলছে। জেলা প্রশাসন সূত্রের খবর, বড়দিনের মধ্যে সমস্ত জেটির কাজ শেষ করা হবে। মুড়িগঙ্গা নদীতে জমা পলি সরাতে দিনরাত চারটি ড্রেজ়ার দিয়ে কাজ চলছে। এ বার ড্রেজ়িংয়ে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
এই প্রস্তুতি নিয়ে মেলা পরিদর্শক শক্তিপদ দাস জানিয়েছেন, মেলার প্রস্তুতির কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ। বড়দিনের আগেই এই কাজ শেষ হবে। ফলে এবছর অনেকটা সময় পাবেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: ৭৫% প্রস্তুতি সম্পন্ন, ভাঙন রুখে সাগর মেলায় নতুন স্নানঘাট তৈরির দৌড়
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement