গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, ২৫০টি সিসি ক্যামেরা, ১৫টি কন্ট্রোল রুম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পাঁচটি ঘাটে সিসি ক্যামেরায় চলছে নজরদারি। ড্রোনেও নজরদারি চালাচ্ছে এক হাজার পুলিশ কর্মী।
#কলকাতা: ১৫ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি। আস্তে আস্তে গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ পুণ্যার্থী পৌঁছে গেছেন। শুরু হয়ে গেছে পুণ্যস্নান। গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা আর ড্রোনে নজরদারি চালাছে পুলিশ। পরিচালনায় রয়েছে ১০ মন্ত্রী। মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি জেলাশাসকের। অসুস্থদের জন্য থাকছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা।
যাতায়াতের জন্য অতিরিক্ত ভেসেল ও লঞ্চ চালাচ্ছে সরকার। সব মিলিয়ে ১৩২টি ভেসেল চলবে। ২,২০০ বাস চালাবে রাজ্য সরকার। সড়ক জলপথ ছাড়াও মিলবে হেলিকপ্টার পরিষেবাও। ১০ থেকে শুরু হয়ে গিয়েছে হেলিকপটার পরিষেবা চলবে ১৭ জানুয়ারি বিকেল ৪টে পর্যন্ত।
৫টি ঘাটে ২৫০টি সিসি ক্যামেরায় চলছে নজরদারি। নিরাপত্তার দায়িত্বে ১০ হাজার পুলিশ কর্মী। ১৫টি কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তের নজরদারি চালাছে পুলিশ।
advertisement
advertisement
গঙ্গাসাগরে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটা জায়গাতেই পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2020 11:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, ২৫০টি সিসি ক্যামেরা, ১৫টি কন্ট্রোল রুম