#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে লাগামছাড়া গঙ্গাদূষণ। প্রতিদিন গঙ্গায় ফেলা হচ্ছে মরা গরু। সুতি, সামসেরগঞ্জ-সহ নানা জায়গায় প্রায়ই গঙ্গায় ভাসতে দেখা যাচ্ছে একাধিক মরা গরু।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারের সময় বিএসএফের হাতে গরু ধরা পড়ে। খোঁয়াড়ে তা জমা দেওয়া হলেও নিলাম নিয়মিত হচ্ছে না। দেখভালের অভাবে নিয়মিত মারা যাচ্ছে এই গরুগুলোই।
মরা গরু বিভিন্ন এলাকা থেকে ফেলা হচ্ছে গঙ্গায়। প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা করা হচ্ছে না বলেও অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganga Pollution, Murshidabad